আস্থাহীনতার জীবন
হাসনাইন সাজ্জাদী
।।
তাই মনে হয় আমার অতীত আমার নয় তা কেবলি
অন্য কারো অংশীদারিত্বে ভুল হয়ে ফোটা ফুল
ভুলের ভেতর প্রেম হয় ভুলের ভেতর বাড়ে বয়স
ভুলেই কেটে গেছে দীর্ঘ সময় যা আমার
নির্লজ্জতার গল্পগুচ্ছ কত সরস।
অতীতের ভুলগুলো শুধরে নিয়ে এমন আর না করার প্রতিশ্রুত সময়ে
ভালোবাসায় ছড়িয়ে থাকায় আশায় আশায় জড়িয়ে ফেলা কথাগুলো আর না বলে
ভুলে যাওয়া স্বপ্নের কথা স্মরণ না করতে চাইলে আজ
অনুকূলতা চাই আবহাওয়ায় ।
ফিরে যেতে চাই বায়ু দূষণ থেকে নগরসুদ্ধ চারপাশ শুদ্ধতায় শীঘ্রই আসুক সুভাষণ
আমি কি সব সময় হতাশার কথা বলি আমি কি আবেগকে বেশি গুরুত্ব দেই
আমি কি বশি বেশি প্রতারিত হই
না আমি দু:খ বিলাসীতায় অকাট্য সাম্প্রতিক।
সুখ সুখ প্রেম রোগ দুখ দুখ প্রেম সুখ
আমি এখন এক জনমের রুক্ষভাষী আলোহীন মাঠ
মাঠ জুড়ে আবার যদি ফিরিয়ে আনা যায় স্বাভাবিক শস্যরাজি
জীবনটাকে যদি করা যায় নিষ্কণ্টক তবে ভাল হত কত?
আমার স্বপ্নঘোর শুধু আমার আগামী যা ছড়িয়ে গেছে বিপদ সীমায়
আমার আগামী এখন চারপাশের নতুন ফুলের রেণুকা
যারা সুবাসিনী তারা আমাকে আশ্বস্ত করতে চাইলে
আমি কি আবার
নতুন করে ধরণির উপর আস্থাশীল হবো?
Leave a Reply