শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

আসাম রাজ্যের দরং জেলায় বাঙালি মুসলমান হত্যার নিন্দা জানিয়েছে বিবিপিপিএফ

আসাম রাজ্যের দরং জেলায় বাঙালি মুসলমান হত্যার নিন্দা জানিয়েছে বিবিপিপিএফ

আসাম রাজ্যের দরং জেলায় বাঙালি মুসলমান হত্যার নিন্দা জানিয়েছে বিবিপিপিএফ

 

ত্রিদেশীয় বাংলাদেশ – ভারত – পাকিস্তান পিপলস ফোরাম (Bangladesh-Bharat- Pakistan People’s Forum বিবিপিপিএফ/ BBPPF)’র বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য ও জনস্বাস্থ বিশেষজ্ঞ ডা. আহমদ পারভেজ জাবীন এক বিবৃতিতে ভারতের আসাম রাজ্যের দরং জেলার ধলপুর হিলসে প্রাচীন শিবমন্দিরের জায়গায় ৭৭হাজার বিঘার ওপর নতুন করে বিশাল শিবমন্দির কমপ্লেক্স নির্মাণের জন্য মুসলিম উচ্ছেদ ও উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভে পুলিশের গুলি বর্ষণের তীব্র নিন্দা জানান।

পুলিশের গুলিতে স্থায়ীভাবে বসবাসরত উচ্ছেদকৃত গ্রামবাসীর দুইজন মৃত্যুবরণ করেন ও শতাধিক আহত হোন। তিনি মৃত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান ও আহতদের সুচিকিৎসার দাবি করেন। তিনি আরও বলেন, রাজ্য সরকারের উচ্ছেদ করার অধিকার আছে তবে ‘তা বিকল্প ব্যবস্থা সাপেক্ষে, তবে মহামারীর সময় এ ধরণের উচ্ছেদ অভিযান দু্ঃখজনক ও মানবাধিকারের পরিপন্থী, পক্ষান্তরে উচ্ছেদ অভিযানটি সাম্প্রতিক রাজেনীতির পৃষ্টপোষকতা করবে ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD