আমি যখন গৃহহীন
হাসনাইন সাজ্জাদী
বোড়ো মানবিক হয়ে পড়ছে সিটিকর্পোরেশনের রাজপথ
কুকুরগুলোর পাশাপাশি গরুকেও নিতে হয় ত্যাগের শপথ
আমি তো মানুষ মৃতের সমান্তরাল খাটিয়ায় শুয়ে বসে কাটাই দিনরাত
করোনাভাইরাস তবু দেখে নিয়ে এগোতে চায় আমার দিকে দেখে নিতে আমাকে একহাত।
জীবন শুধুই জ্বালামুখ আগ্নেয়গিরির অগ্নুৎপাত
মানুষ শুধুই মহিমান্বিত আমার ব্যার্থতার উচ্চারণ
আমার উচ্চতায় আমি এখন একাই আকাশচুম্বী
অনাচারী এ আমার নির্বিকার নির্বিচার নির্বিঘ্ন মিতব্যয়ী।
আমার গৃহে গীতবাদ্য আমোদ-প্রমোদ সবই চলে
আমি যখন গৃহহীন অথবা মানুষ আমাকে যখন গৃহহীন বলে।
Leave a Reply