আমার মেয়েটা
বিধানেন্দু পুরকাইত
আমার মেয়েটা ইষ্টিকুটুম
আমার মেয়েটা বন্য
লাল ফিতে বাঁধা দু’খানা বেনী
গোল্লাছুটে অনন্য।
আমার মেয়েটা যুবতী হয়নি
আমার মেয়েটা তন্বী
কালো দু’টো হাত ভেঙে দিলো তার
স্বপ্ন বুকে যা বহ্নি।
আমার মেয়েটা ইস্কুলে গেছে
ফেরেনি এখনো বাড়ি
আমার মেয়েটা লাশকাটা ঘরে
সে নাকি নষ্ট ভারি!
আমার মেয়েটা ফুল ভালবাসে
গোলাপেই মজে গিয়ে
আমার মেয়েটা ঘরে ফেরে আজ
ফুলে ফুলে ঢাকা দিয়ে।
আমার মেয়েটা ইষ্টিকুটুম
আমার মেয়েটা বন্য
আমার মেয়েটা বাঁচতে চাইলো
একটি বারের জন্য !
Leave a Reply