রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

আমার ভালোবাসা – আনিস মোস্তফা

আমার ভালোবাসা – আনিস মোস্তফা

আমার ভালোবাসা - আনিস মোস্তফা

আমার ভালোবাসা – আনিস মোস্তফা

আমাকে তুমি একসাথে একশোটি গোলাপ দিলে
আমি অবাক হবো ,
কিন্তু যদি একটি করে গোলাপ একশো দিন দাও
আমি সুখী হবো !

আমাকে তুমি এক মাসের ছুটিতে নিয়ে যাও
আমি উপভোগ করবো,
কিন্তু প্রতি ছুটিতে আমার হাত ধরে ছাদে হাঁটলে
আমি অনুভব করবো !

সব পছন্দের খাবার সাজিয়ে একদিন খাওয়ালে
উচ্ছ্বসিত হবো ,
কিন্তু সবসময় চায়ের কাপটা আমার হাতে দিলে
উষ্ণতা পাবো।

আমার জন্য কদাচিৎ একগাদা প্রশংসা করলে
ধন্যবাদ পাবে,
কিন্তু প্রতিদিন হাসি মুখে সুপ্রভাত বললে
হৃদয় ছুঁয়ে যাবে।

পৃথিবীর সৌন্দর্য যেমন ছোট ছোট সুন্দরের সমারোহে
নিখুঁত আঁকা ,
তেমনই নিত্যদিনের ছোট ছোট ভালোলাগাই
আমার ভালোবাসা !!

অঙ্কনে: Sandeepa Moni Chatterjee

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD