আমার নাম লেখা আছে
হাসনাইন সাজ্জাদী
।।
তোমার নাম লেখা আছে মাইলের পর মাইল পেছানো গ্রান্ড রোড জুড়ে
তোমার নাম রয়েছে পথের সরল ধূলোমাখা টানে
নৌপথ আকাশপথ সড়ক পথে ছুটে চলা যান মহাযানে
ধানক্ষেত পাটক্ষেত শস্যকণা জলরাশি গাছ বৃক্ষ তরুলতায়
তোমার নাম লেখা রয়েছে হে অনন্ত অনাদি প্রকৃতি শেখ মুজিব
বঙ্গবন্ধু বিশ্ববন্ধু জাতির পিতা লেখা রয়েছে মানুষের হৃদয়ে
শেখ হাসিনার অন্তর জুড়ে যে নাম সে নাম থেকেই
উঠে এসেছে আমার সকল অস্তিত্ব আমার উপর নীচ ডান বাম
আঠারো কোটি বাঙালির একইতো ভ্রুণ
সেখানে লেখা আছে সন্তান হিসাবে আমারও নাম…
Leave a Reply