আমার দিনলিপি
হাসনাইন সাজ্জাদী
আগ্নেয়গিরির অগ্নুতপাত হৃদয় মাখে বিষ
আগুন পোড়া লাভায় ভালোবাসার শিষ
এক জনমের শবদেহে পচন গন্ধ সুখ
রসায়নের ভেতর খুঁজি কার মুখ?
প্রোটন প্রোটন শরীরটা ভোজন বিলাসী
কাদামাটির ভেতর পোড়ে আলোক রশ্মি
এই আলোটা অন্ধকারের জেরক্স কপি
ছবির ভেতর ছবি ভাসে সূর্য রশ্মি।
আমার ভেতর তোমার শবদেহ কে তুমি
তোমার ভেতর বসা কেবা?কোথায় আমি
আমি ছিলাম আমি ছিলাম না ফিলসফি
বোধের ভেতর শোধ দিয়ে যাই দেবো সবি।
না দিলেও তুমি আছ ছুঁয়ে যাওয়া রবি শশী
গ্রহান্তরে পালাই কেমনে আমি বিড়াল পুষি
বিড়াল ঠোঁটে চেপে রাখছি তোমার ঠোঁট
এভাবেই লুট হয়ে যায় আমি পটের ঘুট।
চুলায় চুলায় জ্বলি আমি তুমি রাঁধুনি
ধোয়ায় ধোয়ায় কেবা আজ অবাক কাঁদুনি
এমনি করে জ্বালাও তুমি জ্বলি আমি
তাহলে বলো কেমনে তুমি জলের ঘানি ?
Leave a Reply