আমাদের নেতা___
সুলতানা ফিরদৌসী____
শেখ মুজিবের হাত ধরেই এসেছিল মুক্তিযুদ্ধ
দেশের দামাল ছেলেরা নিয়ে ছিল অস্ত্র হাতে
আমাদের নেতার বক্তব্য ছিল আগুনের মতো
পুরো দেশের মানুষের জীবন তার উপর নির্ভর
আর তাই তাকে জানতে হলে দেশকে জানবো
ছয় দফা বৈঠক, আগরতলা ষড়যন্ত্র,আর
আমাদের স্বাধিকার আন্দোলন ও জেল জুলুম।
জানতে হবে সাত মার্চের সেই ঐতিহাসিক ভাষণ
জানতে হবে পাকিস্তানের সামরিক শাসন ও
পঁচিশে মার্চে স্বাধীনতার লড়াইয়ের জন্য প্রস্তুতি
জেনে নিতে হবে আমাদের নতুন প্রজন্মকে
খুঁজতে হবে ইতিহাস তার অবিচ্ছেদ্য নেতাকে
নুতন দের বুকে তাহলেই বীজ হয়ে ফুটবে
জাতির জনক শেখ মুজিব। বিনম্র শ্রদ্ধা
আমার নেতা,আমাদের নেতা । বেঁচে থাকবেন
আমাদের এই দেশের মানুষের মধ্যে।
Leave a Reply