শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

আটাশ বছর আগের একটি চিঠি – বিচারপতি এস এম মুজিবুর রহমান

আটাশ বছর আগের একটি চিঠি – বিচারপতি এস এম মুজিবুর রহমান

আটাশ বছর

আটাশ বছর আগের একটি চিঠি খামসহ দেখিয়ে ভদ্রলোক বললেন, অনেক যত্ন করে এই সুদীর্ঘকাল ব্যাপী তিনি চিঠিটি সংরক্ষন করে রেখেছেন । ত্রিশ বছর আগে কুষ্টিয়ায় ওনার সাথে পরিচয় হয়েছিল লালন শাহের বার্ষিক মেলায়। মাত্র এক ঘন্টার মত কথাবার্তা বলি এবং মেলার বিভিন্ন অনুষ্ঠান একসাথে দেখি।

এরপর ঢাকায় এসে তিনি একটি চিঠি পাঠান যেটা আমি নেত্রকোনা সদরে থাকাকালে দুই বছর পর প্রাপ্ত হলেও সাথে সাথে উত্তর পাঠাই । আমার প্রেরিত সেই চিঠিই তিনি আটাশ বছর সযত্নে রেখে আমার কছে নিয়ে আসেন। সাধারন একটা চিঠি এতো বছর যাবৎ অতি যত্ন করে রাখার কারন জানতে চাইলে উনি বললেন-বিয়ের চার বছর পরও সন্তান হচ্ছেনা শুনে আমি নাকি তখন লালনের মেলাতেই বলেছিলাম বিধাতা ওনাকে পর পর তিনটি পুত্র সন্তানের জনক করবেন।

আরো পড়ুনঃ আরেক চুমুক খেয়ে

আমার কথা সঠিক হওয়ায় এবং স্বপরিবারে অত্যন্ত সুখে শান্তিতে আছেন বলে জানানোর জন্যই বিভিন্ন জায়গায় খোজাখুঁজির পর ঠিকনা বের করে আমার সাথে দেখা করতে এসেছেন ।

এমন কথা শুনে আমি রীতিমত হতবাক হয়ে যাই । স্রষ্টা দেখায় কুদরতি, বান্দা বুঝেনা তার মতিগতি। স্রষ্টার উপর সুদৃঢ় আস্থা ও বিশ্বাস রাখুন। সুফল অবশ্যই পাবেন ইনশাল্লাহ ।

ফেসবুক থেকে সংগ্রহীত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD