আজ কবি, গবেষক ও কথাসাহিত্যিক নাহিদ রোকসানার লেখলেখির পঞ্চাশ বছর ও বাহাত্তরতম জন্মদিন আয়োজন সংস্কৃতি বিকাশ কেন্দ্রে।বিকাল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজক পদক্ষেপ বাংলাদেশ।কবি নাহিদ রোকসানা বাংলাসাহিত্যের একজন জনপ্রিয় লেখক।দীর্ঘ পঞ্চাশ বছর তিনি সাহিত্যকে দিয়েছেন দু’হাতে।
বাংলাসাহিত্যে সাম্প্রতিক কালে হাতে গোনা যে ক’জন নারী লেখক নারী বিবেচনা ছাড়াও প্রতিভাগুণে নিজ আসন পাকাপোক্ত করেছেন তাদের মধ্যে নাহিদ রোকসানা অন্যতম।তাকে জন্মদিনে পূর্বাপরের শুভেচ্ছা…
Leave a Reply