আজ আকাদ্দস সিরাজুল ইসলামের মৃত্যুদিবস। ২০০১ সালের এই দিনে তিনি পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নেন।
কথাশিল্পী আকাদ্দস সিরাজুল ইসলাম (১৯২২-২০০১) বিভিন্ন অভিধায় এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং রাজনীতিক ছিলেন। তাঁর জন্ম ১৯২২ সালের ২২ নভেম্বর সিলেট বিয়ানীবাজার থানার মাথিউরা গ্রামে। ১৯৫১ সালে সাপ্তাহিক ‘নওবেলাল ‘এ তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপর থেকে ‘ইত্তেফাক ‘,’আজাদ ‘,’পয়গাম ‘,’মাসিক মোহাম্মদী ‘,’সওগাত ‘,’আল ইসলাহ’সহ বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর অজস্র ছোটোগল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ইত্যাদি ছাপা হয় এবং তিনি খ্যাতি লাভ করেন।
নেতাজি সুভাস বসু পরিচালিত ‘হলওয়েল মুভমেন্ট ‘ আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে আকাদ্দস সিরাজুল ইসলাম রাজনীতিতে সক্রিয় হন। ১৯৬৮-১৯৯০ পর্যন্ত তিনি ছিলেন বিয়ানীবাজার থানার আওয়ামী লীগের অসাধারণ সম্পাদক এবং ১৯৯৬ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে ছিলেন। ১৯৭১ এ তিনি করিমগঞ্জ থেকে বের করেন তাঁর সম্পাদিত সাপ্তাহিক ‘মুক্তবাংলা ‘। ১৯৫৩ সালে তাঁর প্রথম উপন্যাস ‘নয়া দুনিয়া ‘প্রকাশিত হয়। এরপর ‘নীরব নদী ‘, ‘পঞ্চবিংশতি ‘,’মাটির চেরাগ,'(নাটক) ‘সাবুর দুনিয়া ‘,’বন্দীজীবনের কিছুকথা ‘,ও ‘রাক্ষুসে বন্যা এবং ‘ বের হয়। এবং নান্দনিক কর্মকাণ্ডের জন্য তিনি বিভিন্ন পুরস্কার লাভ করেন।
এই মহান ব্যক্তির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
Leave a Reply