শনিবার, ২৭ Jul ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

আজব শহর -কাজী জহিরুল ইসলাম

আজব শহর -কাজী জহিরুল ইসলাম

আজব শহর
কাজী জহিরুল ইসলাম

পায়ের নিচে চলন্ত রেলগাড়ি
মাথার ওপর জলাঙ্গী নীল নদী।

আজব শহর চোখ বোঁজে না,
জেগেই নিরবধি।

আমার দুঃখগাছে অশ্রু ফোটে যদি,

কেউ কী এসে মুছে দেবে রক্তে ভেজা নুন?

কোথাও আছে উষ্ণ দুটি মায়ার বাহু,
আজন্ম দরদী?

আমার দুঃখগাছে অশ্রু ফোটে যদি,
মুছবে এসে কেউ?

বুকের ভেতর রাক্ষুসে এক নদী
ছলাৎ ছলাৎ ঢেউ,

কেউ দেখে না ঢেউয়ের দাপট,

শোনে না কেউ পাড়ভাঙা গর্জন

জেগে আছে আজব শহর,
হাঁটছি আমি, হাঁটছি শুধু, একা…

এইটুকু অর্জন।

ম্যানহাটন, নিউইয়র্ক। ৫ জুন ২০২৩।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD