রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

অসুখের প্রহরগুলো – ফারহানা রহমান

অসুখের প্রহরগুলো – ফারহানা রহমান

অসুখের প্রহরগুলো - ফারহানা রহমান

অসুখের প্রহরগুলো 

ফারহানা রহমান

গতকাল সারাদিন সময় কেটেছে
অসুখের সাথে।
রাতের সমান্তরালে শূন্যতার ঘুড়িটা
একটু একটু করে দূরে সরে গেলে
শুকনো কাঠের চাইয়ের ওপর
বৃষ্টির টুপটাপ ফোঁটা পড়ে অনাহত তমসায়,
.
বুকের পাঁজরে খননের শব্দ
বইয়ের পৃষ্ঠা খুলে রাখি,
সমস্ত অস্পৃশ্য সেতুবন্ধগুলো
অকপটে অস্বীকৃতি জানিয়ে চেয়েছি চলে যেতে;
.
চোখের কোণায় কেন এত কালি?
জানতে চাইলে তুমি, বললাম –
সমস্ত শরীরজুড়ে
মৃত কুয়াশা অলক্ষ্যে নামালে
তুমুল বৃষ্টিধারা
শিমুলের মেঘে ভেজে
দুচোখের পাতা
.
আদিম প্রহরগুলো তখন জেগে জেগে
ডুবে থাকে লুব্ধ অনুরাগে
একাকি সাঁতার কাটে শুধু নীরবতা
.
তখন কেবলই আঁধার ঘনিয়ে আসে দুচোখের কোলে…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD