অর্থহীন জীবন
সমা খান
সকল সম্পর্কের শিরোনাম থাকে না
সকল সম্পর্ক মুছেও ফেলা যায় না
সম্পর্কের ধরনে দূরত্ব দুইভাবে কাজ করে
কোন দূরত্ব দূরে ঠেলে কোন দূরত্ব কাছে টানে
সম্পর্ক এক সংক্রামক ব্যাধি যার নেই কোন ওষুধই
আছে ভালো লাগার অভিব্যক্তি মন্দ লাগার বিরক্তি
কাছে থাকার প্রতিশ্রুতি পাল্টে গেলে দূরে যাওয়ার খোড়া যুক্তি
নিরাপত্তাহীন অনিরাপদ সম্পর্কের টানাপোড়েনে চলে আসে অন্তিমের চিঠি
মাঝখানের খানিক জটিল সময়ের হিসেব কষে মানুষই নিরন্তর ডুবি আর ভাসি
এই বানভাসি জীবনের বিরামহীন ছুটে চলার আসলে অর্থ কি!
Leave a Reply