শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

অভাব সংলাপ – সৈয়দ ইমরানুল হক

অভাব সংলাপ – সৈয়দ ইমরানুল হক

অভাব সংলাপ - সৈয়দ ইমরানুল হক

অর্থনীতির ক্লাসে বয়স্ক একজন স‍্যার ক্লাসে ঢুকেই একজন ছাত্রকে জিজ্ঞেস করলেন “অভাব” কাকে বলে?
ছেলেটির উওর : অর্থনীতিতে বস্তুগত বা অবস্ত্তগত কোন দ্রব‍্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে! এটাতো হলো বইয়ের ভাষা, সাধারণত “অভাব” কাকে বলে?

তখন ছেলেটা বলা শুরু করলো—-
১.আমি কলেজে আসার সময় “মা” আমাকে রিকসা ভাড়াটা দেবার জন্য, সারা ঘর তছনছ করে খুজে অনেক কষ্ট করে ২০ টাকা বের করে দেন।
আমি ৫/৭ মিনিট পর বাসায় ফিরে, ভাড়ার টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবেনা! মায়ের সাথে এই লুকোচুরি খেলাটাই হচ্ছে আমার কাছে ‘অভাব’

২. “বাবা” যখন রাত করে বাসায় ফেরেন, মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে? বাবা তখন মায়ের দিকে চেয়ে বলেন, ওভার টাইম না করলে সংসার চালাবো কেমনে?
বাবার এই অতিরিক্ত পরিশ্রমই হচ্ছে আমার কাছে ‘অভাব’

৩. ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচার এর টাকা দেওয়ার জন্য বাবার কাছে টাকা চাইতে সংকোচ বোধ করে, আমার কাছে সেই সংকোচটাই হচ্ছে ‘অভাব’

৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ের মধ্যে সেলাই দিতে দিতে বলেন- “কাপড়টা অনেক ভালো আরও কিছু দিন পরা যাবে! মায়ের এই মিথ্যে শান্তনাটাই হচ্ছে আমার কাছে ‘অভাব’

৫. বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নরমাল ফোনটা যখন লুকিয়ে রাখি, এই লজ্জাটাই হচ্ছে আমার কাছে ‘অভাব’

৬. অভাবি হওয়ার কারণে কাছের মানুষগুলো আমার থেকে দূরে সরে যায়! এই দূরে সরে পড়াটাই হচ্ছে আমার কাছে ‘অভাব’

(সংগৃহীত লেখা)

 

Syed Irmanul Haque
Houston
Texas
U.S.A.
June, 7th, 2021…..

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD