হৃদয়টা আমার বর্ষার আকাশ
আমার হৃদয়ে ভেসে বেড়িয়েছে এক ঝাক ফ্লামিংগো
যুগে যুগে আমার হৃদয়ের উপর দিয়ে উড়ে যাওয়া
এই ফ্লামিংগোরাই আমার গার্লফ্রেন্ড।
আমি ইশ্বর বিরোধী ছিলাম আমি নারীবাদী ছিলাম
কখনো তাদেরকে আমি চাষের ভূমি মনে করিনি
ইশ্বরের কথামত আমি যখন ইচ্ছা চাষ করিনি
ষাটের কাছাকাছি বয়সে যৌনশৈত্য নিয়ে এখন আমি ভাবি
আসলে আমি তাকে বুঝতে পারিনি।
ভোগবাদের এই ভূমিতে বসবাসকরেও ইষ্বরের নির্দেশ মেনে
যথেচ্ছ চাষ করিনি আমি
এখন চাইলেও আমি আর চাষ করতে পারিনা
ফাইভ পার্সেন্ট পুরুষও নাকি শেষ জীবন পর্যন্ত
প্রকৃত চাষী থাকে না
তাই তিনি তাদেরকে জোর দিয়ে চাষবাস করতে বলেছেন।
ক্ষমা কর ইশ্বর মরে যাই আর বেঁচে থাকি
তোমার এই নির্দেশ না মেনে আমার জীবনেকে অতৃপ করে
অপূর্ণতাই দিয়ে গেলাম।।
Leave a Reply