অপার দূরে
প্রথার পড়ন্ত বিকেলে
নতুন ধারার ক্রান্তি কালে
সন্ধ্যার নিস্তব্ধ ঝিকিমিকি
জোছনাকে বন্ধু ভেবে
কুয়াশা মাখা রাজপথে
বেরিয়ে পড়া বাউন্ডুলে
নতুন দলছুট কবিতায়
আশা ভরা আবেদনে
তারা ঘেরা পরিহাসে
নৈতিকতার প্রতিটি স্তম্ভে
নিয়ন গতিমাত্রার নতুন সুরে
দরজার আড়ালে প্রকৃত আদর
কাছে কাছে অপার দূরে
ছন্দের কাহিনী ভাবে ?
বৃষ্টির মায়া ভরা সৃষ্টি
পেন্সিল কলম সাক্ষী রেখে
রচনায় মিনিটের সৃষ্টি –
গড়ে ওঠা বিসর্গের আড়ালে
ঘটনাবহুল চেষ্টার প্রচেষ্টা
সময়ের পরিবর্তনে
নিত্যনৈমিত্তিক আকাক্সক্ষা –
Leave a Reply