বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

হাসনাইন সাজ্জাদী – তুমি কি জানতে চাও না

হাসনাইন সাজ্জাদী – তুমি কি জানতে চাও না

হাসনাইন সাজ্জাদী - তুমি কি জানতে চাও না

তুমি কি জানতে চাও না
হাসনাইন সাজ্জাদী


সবুজ জমিনে আবার হায়েনা ডাকে কর্কশ কণ্ঠ লাউডস্পিকারে তেতুল রসে সিক্ত তাদের জিহবার লালা
নির্বিঘ্নে ছুটে চলে তারা বাধাহীন সীমান্তের এক পাশ থেকে আরেক পাশে
তেতুলিয়া থেকে টেকনাফ পাথারিয়া থেকে সুন্দরবন অবাধ চলাচল।
বুকের ওপর পাথর ছুড়ে দুঃস্বপ্ন আবাবিল
মধ্যরাতের হিমঘরে জমে আছে রক্ত নদী।
সেখান থেকে বেরিয়ে আসছে একে একে রাক্ষুসে জিহবা
এ যেন সর্বভুক দেশটা তাদের হাতে মালে গণিমত।
আরব্য দস্যুপ্রবৃত্তিতে জাগরিত তাদের মনন
স্বাধীনতার স্বপ্নসাধও এখন দুঃস্বপ্ন
তাদের মধ্যযুগের পাকিস্তান চিন্তার
করাল গ্রাস ভাসিয়ে নিয়ে যায় প্রজন্মের মুক্ত চিন্তা।
মানবতা অধিকার শিল্পবোধ বিজ্ঞান
এখন তাদের তরবারিতে ফালি ফালি
তারা এখন বিশ্বাস করতে বলে এই দেশ তাদের
স্বাধীনতাও এনেছে তারা
প্রতিবেশীর অবদান স্বীকার করতে চায় না
পিতার ম্যুরালকে তাদের যত ভয়
ঘুরিয়ে ফিরিয়ে বলতে চায় আজকের সুন্দরে তারা
সন্তুষ্ট নয়।
তাদের চাই কিছু অন্ধকার আর কিছু গলিত মাংস তারা চায় সবকিছু যেন হয়ে যায় লুটের বাতাসা
তুমি কি বুঝতে পার না বাংলাদেশ?
তুমি কি জানতে চাওনা ওরা কারা
ওরা অন্ধকারের যাত্রী
একাত্তরের প্রেতাত্মা ওরা
ওরাই পরাজিত ধর্ষক…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD