শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

গ্রন্থসংবাদ। শিশুবিজ্ঞান-১ “সূর্যেও কলঙ্ক আছে”

গ্রন্থসংবাদ। শিশুবিজ্ঞান-১ “সূর্যেও কলঙ্ক আছে”

গ্রন্থসংবাদ। শিশুবিজ্ঞান-১ "সূর্যেও কলঙ্ক আছে"

সূর্যেও কলঙ্ক আছে
-হাসনাইন সাজ্জাদী
।।
আমরা বলি চাঁদে কলঙ্ক আছে।পৃথিবীর ছায়া পড়ে চাঁদে যে কালো কালো দাগ পড়ে তাকে চাঁদের কলঙ্ক বলে।এমন দাগ সূর্যেও রয়েছে।চাঁদের দাগের মত তা গুরুত্বহীন নয়।সহজ ভাষায় বলা যায়,-সূর্যের মধ্যে এমন ১১ আবার কখনো ২২টি দাগ পড়ে।এ দাগগুলোর কোনো কোনোটিতে আমাদের পৃথিবীর মত অনেকগুলো পৃথিবী ঢুকে যেতে পারে।আমরা জানি সূর্য একটি জলন্ত গ্যাস পিণ্ড।যেখানে দাগ আছে সেখানকার তাপ কম।সেখান থেকে পৃথিবীতে লাফিয়ে লাফিয়ে পড়ছে অতি বেগুনি রশ্মি।তার প্রভাবে পৃথিবীতে অনেক বিপর্যয়ও ঘটছে।এসব নিয়ে শিশুবিজ্ঞান সিরিজের প্রথম পুস্তিকা “সূর্যেও কলঙ্ক আছে”। সূর্যে কলঙ্ক বাড়লে পৃথিবীতে আবার বরফ যুগ আসবে।ইতিহাসের ‘খুদে বরফ যুগ’ তারই প্রভাবে ঘটেছিল।কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হওয়া,টেলিযোগাযোগ বিপর্যস্ত হওয়া সহ বিমান যাত্রীদের স্বাস্থ্যহানী প্রভৃতি অনেক কিছুই ঘটছে এর প্রভাবে।এ নিয়ে শিশুতোষ পুস্তিকা “সূর্যেও কলঙ্ক আছে” আসছে আগামী বই মেলায়…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD