মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

সাহিত্যতত্ত্বে আমার অতৃপ্তি -হাসনাইন সাজ্জাদী

সাহিত্যতত্ত্বে আমার অতৃপ্তি
-হাসনাইন সাজ্জাদী
।।
সাহিত্যতত্ত্ব ও সাহিত্যের বাঁকবদল বিশেষ করে কবিতার গতি,প্রকৃতি ও বাঁকবদল বিষয়ে আমার আগ্রহ সব সময় থাকে।তাই সাহিত্যতত্ত্ব বিষয়ক বই পেলেই কিনে ফেলি।কিন্তু সন্তুষ্ট হতে পারি না।তার কারণ সবাই পুরনো তত্ত্বের পুনরাবৃত্তি করেন।নিজে কোনো তত্ত্বের আবিস্কারক হতে গবেষণা করতে তো রাজিই না বরং ভারত বিভক্তির পর ভাষা আন্দোলন,১৯৬৯ -এর গণঅভ্যুত্থান,৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ৭৫ পরবর্তী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শোকগাথা বাংলাসাহিত্যকে যে নতুন গতি দিয়েছে এবং বাঁকবদল করেছে সে বিষয়েও গবেষকদের নীরবতা তাদের অজ্ঞতারই নামান্তর।একই অবস্থা সংগঠনের ক্ষেত্রে।কিছু কিছু সংগঠন বাঁকবদলের দাবি করে কিন্তু তাদের কোনো অনুষ্ঠানে বাঁকবদল নিয়ে আলোচনা করে না।অনুপ্রাস ছাড়া।অনুপ্রাসই আমার প্রবর্তিত বিজ্ঞান কবিতা আন্দোলনের কথা বলে।
অন্যদের কেউ কেউ কবিতা মাত্রেই বিজ্ঞান কিংবা কবিতা আবেগের বিষয়,কবিতায় আবার বিজ্ঞান কী- এ ধারণা থেকে কথা বলে তাদের দেউলিয়াত্ব আমাদের নিকট প্রকাশ করে থাকে।
আমি কবিদের স্বাধীনতায় বিশ্বাস করলেও এ বিষয়ে তাদের জ্ঞানের অপূর্ণতাকে হজম করতে পারি না।তাই অতৃপ্তি নিয়েই আছি,অতৃপ্তি নিয়েই থাকি…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD