বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন

সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সামনে নতুন আশা

সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সামনে নতুন আশা

সাবেক মেয়ের জাহাঙ্গীর আলমের সামনে ‘নতুন আশা’

নাজমুল হাসান (গাজীপুর জেলা) প্রতিনিধি :

খেলাপি ঋণের অভিযোগের ভিত্তিতে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র জাহাঙ্গীর আলম। গতকাল ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছেন তিনি। আপিলে তিনি প্রার্থিতা ফিরে পাবেন বলে আশাবাদী।
জাহাঙ্গীর আলম বলেন,যে কারণ দেখিয়ে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে, তা ছিল মীমাংসিত বিষয়। ঋণ খেলাপির বিষয় উল্লেখ করা হলেও তা পূর্বেই পরিশোধ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ উপস্থিত থেকে তা নিশ্চিত করলেও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বাতিল করে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছেন বলে তিনি জানান। আমি রিটানিং কর্মকর্তার আদেশ চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছি। আমার আশা, কর্তৃপক্ষ সুবিচার করে আমার প্রার্থিতা বহাল রাখবেন। নির্বাচনের তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে ২ থেকে ৪ মে পর্যন্ত আপিল করা যাবে। আগামী ৫ থেকে ৭ মে পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৮ মে, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ মে এবং ভোটগ্রহণ ২৫ মে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD