বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

শেষ উপহার – অগ্নি তালুকদার

শেষ উপহার – অগ্নি তালুকদার

শেষ উপহার - অগ্নি তালুকদার

শেষ উপহার
অগ্নি তালুকদার

পরোক্ষভাবে ঝুলে থাকবে ; স্থির
বাহুর মতো, পূর্ণ পরিভ্রমণ,
ফিরিয়ে আনবে তোমার দ্বারে,,,,

নট নর্তনে তালে ভাঙ্গনের গান
বেলাশেষে যে ফুল ঝরে—

বেঁচে থাকাটাই মৃত্যু আমার? আত্মা
নির্যাতনের মধ্যেই প্রকৃত প্রেম হয়তো —

কালের মৃত্তিকা, ঝড়া কুসুমের বন্দনা করে,
ফলনে বীজের বিনাশ তো অব্যসম্ভাবী—

মায়াদন্ড ভাঙ্গে মায়াবী
পায় নাকো পথের সন্ধান —

লক্ষ্য করে ছুটছে নাবিকের হৃদয় মাস্তুল,
বিতর্কই আশংকার শেষ অবলম্বন, জেনো–

“যার কিছু নেই তার হারানোর ভয় অবান্তর “

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD