বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

শরতপদ্য -হাসনাইন সাজ্জাদীর কবিতা

শরতপদ্য -হাসনাইন সাজ্জাদীর কবিতা

শরতপদ্য
হাসনাইন সাজ্জাদী
।।
শাদা কাশবন দোলানো মন শরতের মাঠ জুড়ে
আমি খোঁজে নেই এক খন্ড মেঘ আকাশ ফুঁড়ে
বৃষ্টি হয়ে নেমে আসে মেঘ শত সহস্র ফুট উপর থেকে
আমার মনে আরো দোলা দেয় ফোটা ফোটা বৃষ্টি
থেমে থেমে।
আসলে তালপাকা গরম তালপাখা নরম কোমল বাতাস ছড়িয়ে
দর দর ঘাম শুকায় প্রকৃতি আসে বৃষ্টির মতো দৌঁড়িয়ে
কাশবনে আসে প্রাণ ছড়ানো শাদার দল দোলে অবিরল বৃষ্টির ছোঁয়ায়
গলে গলে পড়ে আবার নিজেকে গড়ে প্রকৃতির কাছে সেও মাথা নোয়ায়।
শাদা কাশবন দৃষ্টির আড়াল হলে করে আনচান মন পবন
আকাশ থেকে নেমে আসা শরত জুড়ে মন জুড়ে প্লাবন
মাঠ থেকে আকাশ পানে আঁচল জড়িয়ে যায় নম নম মন
আমি বলতে চাই আমার হৃদয় শাদা ধবধবে এক কাশবন।
বাংলাদেশের প্রকৃতি বিশ্বজুড়ে স্বীকৃতি তার ভালবাসার নামে
আমি ঠিকই খোঁজে নেব আমার ছড়ানো প্রেম একদিন কাশবনে
তাইতো নামটি আমার লিখে রাখি এ নরম কোমল প্রকৃতিতে
কাশবন ছুঁয়ে যার বিচরণ শরত ঋতু যখন জয় করে শক্তিতে।
বাংলা আমি ছাড়বো না বলে ঠিকানা দিয়েছি কাশবন আমার
আমার পদ্যে জড়ানো থাক বাংলার রূপ ঝলমলে মনে পড়ুক তার ছায়া
ভাষায় যত শব্দ আছে সবই আজ যেনো ভালোবাসা মায়া।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD