বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

সিলেট শপিংমল এ স্বাস্থ্যবিধি উপেক্ষিত, উপচে পড়া ভিড়

সিলেট শপিংমল এ স্বাস্থ্যবিধি উপেক্ষিত, উপচে পড়া ভিড়

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর সিলেটসহ সারাদেশে শপিংমল ও দোকানপাট খোলার নির্দেশনা দিয়েছে সরকার।

এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার শর্ত দেয়া হলেও তোয়াক্কা করছেন না ক্রেতা-বিক্রেতারা।

সিলেট নগরীর প্রতিটি শপিংমল ও দোকানপাটে মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। এতে লঙ্ঘিত হচ্ছে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। ফলে করোনার সংক্রমণের আরো বৃদ্ধি পাওয়ার ঝুঁকি বেড়েছে।

সিলেট নগরীতে সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনার সময়ে শপিংমলে প্রতিদিনই ভিড় বাড়ছে।
ক্রেতারা বলছেন, তারা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি রক্ষা করার চেষ্টা করছেন। কিন্ত বাজারে অস্বাভাবিক ভিড় থাকায় তা মানা যাচ্ছেনা।

অন্যদিকে অধিকাংশ বিক্রেতারা স্বাস্থ্যবিধি লংঘনের পাশাপাশি মাস্ক পরিধান না করেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (৪ মে) দুপুরে সরেজমিনে সিলেট নগরীর, কাপড়, কসমেটিকস ও জুতার দোকানগুলোতে প্রচণ্ড ভিড় দেখা গেছে। ক্রেতাদের অনেকে একে অপরের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে কেনাকাটা করছেন।

এছাড়া বেশিরভাগ দোকানেই বিক্রেতাদের মাস্ক ও গ্লাভস নেই। কেউ মাস্ক পরলেও তা নাক ও মুখের বাইরে থুতনিতেই ঝুলিয়ে রাখছেন। গণমাধ্যমকর্মী দেখলে অনেকে সেটি সঠিকভাবে পরিধানের চেষ্টা করেন।

এক ক্রেতা জানান, বাজারে মানুষের ভিড় আর গরমে কেনাকাটা করতে হিমশিম খাচ্ছেন। সবাই মাস্ক কিংবা স্যানিটাইজার করছেন না। এমন হলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। করোনা সংক্রমন থেকে বাঁচতে সবাইকে সতর্ক হওয়া উচিত।

সিলেট নগরীর হাসান মার্কেটের এক ব্যবসায়ী বলেন, লকডাউনের কারণে এমনিতেই গত বছর থেকে লোকসান গুনে আসছেন। এজন্য জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে।
তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী তারা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন। ক্রেতাদেরও উৎসাহিত করেন তা মানার জন্য। তবে নিজেদের নিরাপত্তার জন্য সকল ব্যবসায়ীকে সচেতন হতে হবে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়ে, স্বাস্থ্যবিধি মেনে শপিংমল দোকান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা তা মেনে না চললে তাকে জরিমানার আওতায় আনা হবে।

উল্লেখ্য যে, স্বাস্থ্যসুরক্ষার বিষয় নিশ্চিত করার জন্য নির্দেশনা দেয়া হলেও সিলেট নগরীর কয়েকটি শপিংমল ও দোকানসমূহে এসবের বালাই ছিলনা।

শপিংমল ও মার্কেটের সামনে রাখা ছিলনা স্যানিটাইজার কিংবা হাত ধোয়ার সাবানের ব্যবস্থা নেই।

জানা গেছে, স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে ইতোমধ্যে দেশের একাধিক পুরো শপিংমল বন্ধ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD