বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

যেখানে আমি সেখানেই আমার দেশ -রাসেল আশেকী

যেখানে আমি সেখানেই আমার দেশ -রাসেল আশেকী

যেখানে আমি সেখানেই আমার দেশ -রাসেল আশেকী

যেখানে আমি সেখানেই আমার দেশ
রাসেল আশেকী

আমাকে ফেরানো যাবে না পথের বিন্দু থেকে
আমাকে ফেরানো যাবে না প্রেমের সংযোগ থেকে
আমাকে ফেরানো যাবে না রুহানি বৃষ্টি থেকে
আমাকে ফেরানো যাবে না অনাদি বস্তু থেকে
—আমি কোনো সুযোগসন্ধানী নই-যে আমাকে
ঘুরতে হবে দ্বারে দ্বারে ভেজাল তেলের বোতল হাতে।
এই যে দেশ, এর যে সম্পদ, এখানে আমার অধিকার পূর্ণমাত্রা, আমাকে বঞ্চিত করার অর্থ যারা বণ্টনকারী
তাদের নিঃস্ব হয়ে যাওয়া।

মনে রেখো, আমি সেই নীল পাহাড়ের গান
মনে রেখো, আমি সেই শ্যামপুরুষের আগমন
আমার পায়ের গতি কোনো রক্তপাত নির্দেশ করে না
বহন করে সুদিন আর সুসময়ের ইংগিত, শুভবার্তা।
তবু আমার প্রতি হয়েছে অনেক অবিচার,নেমেছে বহু উপেক্ষার বান, যাকে আমি বলতে পারি না সুবিচার।
আর যে ছিল দূর পথে মুক্তির প্রতীক্ষায়
এসেছে ভেতরের তাড়নায় মুছে দিতে
জন্মভূমির অশ্রুবান, তাঁর প্রতি কেন
বারবার এমন অসৎ আচরণ!

মনে রেখো, সৎ থাকা যতটা কঠিন
তারচেয়ে কঠিন নিঃস্বার্থ ভালোবাসা
সেই কঠিন কাজটিই আমার জানা
আর চেনা হৃদয়ের আলোকবর্তিকা।

পৃথিবীর প্রথম গাছটি বুঝেছিল এর মর্মগাথা
শেষ গাছটিও বুঝবে প্রেমের যথার্থতা।
কেবল তোমাকেই বুঝতে হবে কার কান্নায়
আজ নদীতে আগুন, কার চোখ থেকে সৃষ্টি
ওই অশ্রুসাগর, বসন্ত ফাগুন।

যে পুত্র যে কন্যা এসেছো আমার ডাকে
মা’র অশ্রু মুছে দিতে তারাই দাঁড়াবে আমার পাশে।
এ মাটির প্রতিটি ধূলিকণার কাছে জিজ্ঞেস করো–
মানুষভূমির বুকে তাঁর চেয়ে কে দুঃখী, কে
সুখী, কে বেশি সৌভাগ্যবতী? কে করেছে
এত সংগ্রাম? কে দিয়েছে এত বলিদান?

এই সহস্রাব্দীর প্রতিটি ধূলিকণা জানে
একজন মানুষের পক্ষে সৎ থাকা সুস্থ থাকা
কতটা মৌলিক কতটা জরুরি…
আমি বলবোই, আমাকে বলতেই হবে
একাত্তরে জন্ম নেওয়া একটি সিঁড়ির কথা,
সিঁড়ির মুখে দাঁড়ানো আমার পিতার কথা…
আমাকে বলতেই হবে, আমি বলবোই–
যেখানে আমি সেখানেই আমার দেশ
সেখানেই আমার পৃথিবী। ☘️🌺🙏🌺☘️ 🌼🌺🌼 ❤️ 🖕 রাসেল আশেকী ঢাকা, বাংলাদেশ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD