বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

মেগাস্টার উজ্জ্বল।।জন্মদিনে শুভেচ্ছা -ফখরুল আলম সোহাগ

মেগাস্টার উজ্জ্বল।।জন্মদিনে শুভেচ্ছা -ফখরুল আলম সোহাগ

আজ মেগাস্টার উজ্জ্বলের শুভ জন্মদিন।জন্মদিনে তাঁকে শুভেচ্ছা। ১৯৭০ সালে সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্র। নতুন নায়ক হয়ে এলেন উজ্জল । তাঁর বিপরীতে সুপারহিট নায়িকা কবরী। বিনিময় চলচ্চিত্রে কবরীর শুধু একটি সংলাপ থাকে। ছবিটি সুপারহিট ব্যবসা সফল হয়। এরপর ঢাকার চলচ্চিত্রে উজ্জল নামের দ্রুতি ছড়িয়ে পড়তে শুরু করে। আজ ২৮ শে এপ্রিল উজ্জ্বল ভাইয়ের জন্মদিন। উজ্জ্বল ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল ১৯৪৮ সালের ২৮শে এপ্রিল তৎকালীন পাবনা জেলার শাহজাদপুর জন্তিহার গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এম এ পাশ করেন। ছাত্রাবস্থায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ঢাকা টেলিভিশনের তিনি জনপ্রিয় অভিনেতা ছিলেন। বিনিময় চলচ্চিত্রের পর ১৯৭২ সালে আজিজুর রহমান পরিচালিত উজ্জ্বল, শাবানা অভিনীত সমাধান ছবি মুক্তি পায়। এই চলচ্চিত্রটিও সুপারহিট ব্যবসা সফল হয়। ১৯৮২ সালে প্রথম মমতাজ আলী পরিচালিত নালিশ চলচ্চিত্র প্রযোজনা করেন। ১৯৮৪ সালে প্রযোজনা করেন নসিব চলচ্চিত্র। বাংলাদেশে সর্বাধিক ব্যবসা সফল যে কয়েকটি ছবি হয়েছে তারই মধ্যে নসিব অন্যতম একটি। নায়ক উজ্জল অভিনয়ের পাশাপাশি ১৯৯৪ সালে প্রথম শক্তিপরীক্ষা চলচ্চিত্র পরিচালনা করেন। এরপর পাপের শাস্তি, তীব্র প্রতিবাদ, দুর্ধর্ষ সম্রাটসহ কয়েকটি ছবি পরিচালনা ও প্রযোজনা করেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির তিনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD