শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

মামার জন্য কবিতা -শামস মনোয়ার

মামার জন্য কবিতা -শামস মনোয়ার

মামার জন্য কবিতা

(কবির মহাকবি শামসুর রাহমানের প্রতি)

বিষাদময় অপ্রস্তুত মুহূর্তের যবনিকায়
প্রথম বিশ্লেষণে হিসাব কষে
ছন্দে ছন্দে অভিমানে
ছিল লেখা (No Exit)
কবিতার স্তরে স্তরে
ভাঙা-গড়ার উপাত্তে
সংস্কার বিভক্ত বিরক্তিতে
মহাপ্রস্থানের জৈবিক নিশ্চয়তায়
বেঁচে থাকার চেষ্টায়
বিস্মৃত উদ্যানে কলমের জোরে
মোকাবেলায় সুগঠিত অনিয়মের হাসিমাখা
অস্ত যাওয়া সূর্যের
প্রখর শীতল ঘাসে
শব্দের পাগলা নাচে
ঘেমে ওঠা যন্ত্র সমেত
বিদ্যার নির্ভাবনায় চাঁদকে বলি
এ যে নতুন যাত্রা ,
জ্ঞান পিপাসু সুহৃদ
বয়ে বেড়াবে বার্তা
বিশ্বাস অবিশ্বাসে
মূল্যে ভরা প্রশ্নমালা
রবীন্দ্রনাথের অজেয় কবিতা
কিংবা ঘাতকের
জলপাই রংয়ের ট্যাংক
কৈশোর যৌবনের বারান্দায়
বাঁধা মাখা জটিল সরল
ভাবাবে,
মুখস্থ টেলিফোন নাম্বার
প্রবেশ দ্বারের উপরের
পরিচিত কোনার ঘরটিতে
আর হবে না সাক্ষাৎ
চা নাশতায় জ্ঞান সুধার
বিস্তর পরিধিতে
প্রবীণ তরুণের একই তোরণে
অবাধ্য ছিল কবির ভাষা
কিংবদন্তির খ্যাতির বিড়ম্বনা
নিজেকে সমাদৃত, অনাহত
প্রশ্নের পাহাড়ে
জ্ঞান তাপের নিরূপণে
পথেরই টানে
খুঁজেছি আপনার
পৃথিবীকে দর্শন ̶

হিসাবের বাহিরে শপথে
অতি অসামান্য নক্ষত্রের নীতিমালা
পিয়াসী গোপন মায়াজাল
কবিতার মহত্ত্বের সামষ্টিক
না জানা ভুবনে
আপনার এবার কি
নতুন অভিসার ?

রইল সালাম ॥

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD