শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

মহাজাগতিক প্রেম -তাসনিয়া রহমান

মহাজাগতিক প্রেম -তাসনিয়া রহমান

মহাজাগতিক প্রেম

তাসনিয়া রহমান Tasnia Rahman

আমার দুঃখ গুলো নিউট্রন নভশ্চরের মতো
ভারি হচ্ছে দিনে দিনে
ভালোবাসার মহাকাশ যাচ্ছে ছোট হয়ে
আমার প্রতিসারক হৃদয় দিয়ে তা পারছিনার আর দেখতে
বরফযুগল অক্ষিকোটরের ভাষা এখন কি আর বোঝো?
ব্লাকহোল হচ্ছে হৃদপিণ্ড তার খবর কি তুমি রাখো?
লক্ষ্য কোটি আলোকবর্ষ আজ তোমার আমার দূরত্ব
মহাজাগতিক প্রেম তাই আজ হয়ে গেলো অসত্য
চাঁদহীন আকাশ যেমন, তুমিহীনা আমিও তেমন
ঘনীভূত হচ্ছে অনুভুতি, তাই এক সেকেন্ডকেও -লাগে আজ এক ট্রিলিয়নের চেয়েও বড়
অভিযোগের অগ্নিপিণ্ডে যাচ্ছে গলে সুখ
দৈত্যাকার শোক আসছে ছুঁটে প্রচন্ড বেগে ধেয়ে
নাক্ষত্রিক সীমা পেরিয়ে যদি পারতাম চলে যেতে
তাঁরা খসাড় দুঃখ ওগো বুঝতে সেইদিন বুঝতে
আন্তঃমহাকাশীয় মেঘের ঘনঘটায় আমি রিক্ত
জানি মৃত নক্ষত্রকে কেউ পারেনা করতে সিক্ত
যতই পরুক মরিচা চাঁদের ঠোঁটে
প্রেমজ্যোতিষ্কো জ্বলবে ঠিক জ্বলবে
জেনে রেখো নেবুলাতেই নব তারকা জন্মে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD