রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:১৩ অপরাহ্ন

হাসনাইন সাজ্জাদী’র কবিতা – ভয়ে থাকি নির্ভয়ে লেখি

হাসনাইন সাজ্জাদী’র কবিতা – ভয়ে থাকি নির্ভয়ে লেখি

হাসনাইন সাজ্জাদী'র কবিতা - ভয়ে থাকি নির্ভয়ে লেখি

ভয়ে থাকি নির্ভয়ে লেখি


হাসনাইন সাজ্জাদী


ফেসবুক ইউটিউব আজকাল যেমন মানবতাকে
বাড়িয়ে চলেছে তেমনি বাড়িয়েছে ধর্মান্ধতাও,
জানা নেই চেনা নেই এমন কত মানুষের
অসুখে বিসুখে আমরা শুভ কামনা করি,
যে কারো বিপদে করি আহাজারি আবার
সুখের খবরে আন্দোলিত হই
আর চেনাজানা বন্ধুদের বিপদেআপদে শোক
ও সমবেদনা জানাই ক্রন্দনও করি
এটা মানবতার বহিঃপ্রকাশ।
আবার ধর্মান্ধতাও বেড়েছে মিথ্যাচার বেড়েছে
ধর্মের নামে কল্পকাহিনী আর বৈজ্ঞানিক প্রমাণাদি
দিয়ে চলেছে যে যেভাবে পারে ফেসবুক ইউটিউবে
মনে হয় যেনো খোদ বিজ্ঞানীরা এখন ধর্মচর্চা করে।
জমজমের ফজিলত রমজানের ফজিলত
নামাজের ফজিলত দাড়ির ফজিলত আরো
কত ফজিলত যেনো দিয়ে চলেছে বিজ্ঞানীরা,
নীল আমর্স্ট্রং মিসরে এসে মুসলমান হয়েছিলেন
চাঁদে আজান শোনার গল্প বলেছিলেন
এমন কাহিনী যেমন এক সময় মৌলবিরা ওয়াজে ফরমাতেন।
এখন আর এসব চলে না ওয়াজে কারণ তার মৃত্যু
পরিষ্কার করে দিয়ে গেছে যে তিনি মুসিলমান হননি কোনদিন
আজানও শুনেননি তিনি চাঁদে কারণ সেখানে বাতাস নেই
বাতাস ছাড়া শব্দ হয় না তৈরি আমাদের শব্দগঠন হয় বাতাসে।
ধর্মগ্রন্থ থেকে এসেছে বিজ্ঞান ফেসবুকে সবাই দেখি বলে যান
ধর্মচর্চা ওয়াজ বয়ান ইউটিউব জুড়ে ফেসবুক জড়ে
আর ধার্মিকরা কী গালিগালাজ করতে জানে
মামুনুলের আওলাদরা কত গালি দিয়েছে ফেসবুক জুড়ে
দেখে দেখে হই কত পেরেশান।
তাতে মনে হয় তারা যখন তখন দখল নেবে রাষ্ট্রের
এখন যদিও কিছুটা চুপ বিপর্যয়ে মামুনুলের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD