শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

ভিস্ আসছে লেখক পাঠক সবার হয়ে

ভিস্ আসছে লেখক পাঠক সবার হয়ে

ভিস্ আসছে লেখক পাঠক সবার হয়ে

ভিস্ একটি আন্তর্জাতিক পত্রিকা। পত্রিকাটি আমাদেরকে বাংলাসাহিত্য থেকে পরিভ্রমণ ঘটাবে বিশ্বসাহিত্যে। সাহিত্যের শেকড় থেকে শিখর পর্যন্ত এ পরিভ্রমণ থেকে ঋদ্ধ হবো আমরা। বাংলাসাহিত্যের সাম্প্রতিক সময় হচ্ছে বিজ্ঞানযুগ। চর্যাপদ থেকে যে সাহিত্যের জন্ম তা আজ বিজ্ঞানময়। দেবালয় থেকে বিজ্ঞানের সূত্রবদ্ধ গবেষণাগার। ধর্মকাব্য থেকে কবিতাবিজ্ঞান। সবই ভিসের গবেষণার বিষয়। ভিস্ আসছে লেখক পাঠক সবার হয়ে। ভিস্ সম্পাদনা করছেন বাংলাসাহিত্যের গবেষক ও তরুণ অধ্যাপক ড.চন্দন বাঙ্গাল। সম্প্রতি নতুন আঙ্গিকে ভিসের জন্য লেখা আহবান করা হয়েছে।

সবার প্রিয় পত্রিকা ভিসের আইএসএস নং(ISSN) 2349-0489। এবার থেকে অভিজাত প্রতিষ্ঠান অক্ষরবৃত্ত প্রকাশনা (কলকাতা) ভিসকে নিয়মিত প্রকাশ করবে।
আপনাদের সবার লেখা ভিস্ প্রকাশ করতে চায় এ নবতর প্রকাশবেলায়। আপনাদের মৌলিক কবিতা, গল্প, প্রবন্ধ অভ্রতে টাইপ করে পাঠিয়ে দিতে পারেন ভিসের ইমেইল আইডিতে। আর হ্যাঁ, কবিতা পাঠালে অভ্র ওয়ার্ড ফাইলের সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইল অবশ্যই পাঠাবেন।
ভিসের ইমেইল লেখা পাঠানোর জন্য উন্মুক্ত সবার জন্যে। দ্রুত লেখা পাঠান নিচের ইমেইল আইডিতে; আইডি-vishpatrikaweb@gmail.com

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD