বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

বেশি জানে শয়তানে – শাহাদত হোসেন

বেশি জানে শয়তানে – শাহাদত হোসেন

বেশি জানে শয়তানে - শাহাদত হোসেন

ইসলামের মতে, বেশি জানে শয়তানে

অনেক পুরনো উক্তি , ” বেশি জানে শয়তানে ” । জেনে কোন লাভ নাই,
” যত আমল তত নেকী “।
এভাবেই মানুষকে জ্ঞান-বুদ্ধিহীন রেখে নাকে দড়ি দিয়ে ঘোরানো সম্ভব হয়। অন্যথায় সমস্যা আছে ।

কারন বেশি জন্য লোকেরাই অতীতে বহুবার অনেক সমস্যার সৃষ্টি করেছিল এবং বর্তমানেও করছে । তাদের কারণেই মানুষের ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায় । আরবের কয়েকজন কবি নবীকে নিয়ে কবিতা লিখেছিল । তাদের মধ্যে দুইজনকে হত্যাও করা হয়েছিল ।

ইসলামের কথিত স্বর্ণযুগে ইবনে সিনা আল-রাজী, আল-কিন্দি, ফেরদৌসী, ওমর খৈয়াম ইত্যাদি মনীষীদের কারণে মানুষের ঈমান নিয়ে টানাটানি শুরু হয়েছিল । বাংলাদেশেও তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ ইত্যাদি সহ বিভিন্ন যুক্তিশীল মুক্তমনাদের কারণে ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে । এককথায় কবি-সাহিত্যিক , দার্শনিক, বৈজ্ঞানিক , জ্ঞানীগুণী ও মুক্তমনা কেউই ইসলামের জন্য মঙ্গল জনক নয় ।

ছোটবেলায় শুনতাম, আল্লাহ যখন সিংহাসনে বসে ফেরেশতাদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা ও পরামর্শ করেন তখন ইংলিশ শয়তান আসমানের দেওয়ালে কান দিয়ে তা শোনার চেষ্টা করেন । শয়তান যা কিছু শুনে ফেলেন তাই বৈজ্ঞানিকদের প্রদান করা হয় । সুতরাং জ্ঞ্যানের উৎস হল শয়তান। এই প্রসঙ্গে কোরআনের দুইটি আয়াত উল্লেখ করা হলো।

তারা উর্ধজগতের কিছু শুনতে পারেনা । কারণ চারিদিক দিয়ে তাদের প্রতি নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড।
আস- সাফকাত – ৮
তবে কেউ সন্তরপনে কিছু শুনে ফেলশে তার পিছু ধাওয়া করে জলন্ত আগুন (উল্লকা পিন্ড )।
(আস সাফফাত- ,১০)

ধর্ম সমুহ মিথ্যার উপর প্রতিষ্ঠিত বিধায় এদের দুর্বলতা রয়েছে । এরা কখনোই যুক্তি ও প্রমানের মোকাবেলা করতে সমর্থ নয়। তাই ভন্ড ধর্ম ব্যাবসায়ীরা সর্বদাই নিজের অস্তিত্ব রক্ষার্থে জোরজবস্তির পথ অবলম্বন করে । জঙ্গিবাদের উৎপত্তি এভাবেই শুরু হয় । কিন্তু বিজ্ঞান সত্য বিধায় সে জোর জবরদোস্তি নয় বরং সর্বদাই মানুষকে যুক্তি-প্রমাণের দিকে আহবান করে ।

এই বিংশ শতাব্দীর বিজ্ঞানের যুগেও কিছু ধর্মান্ধ বেকুব মিথ্যার দুর্বলতাসমুহ বুঝতে পারে না ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD