শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

বুকপকেটে কবির মৃত্যু সংবাদ নিয়ে কীভাবে ভালো থাকি!-হাসনাইন সাজ্জাদী

বুকপকেটে কবির মৃত্যু সংবাদ নিয়ে কীভাবে ভালো থাকি!-হাসনাইন সাজ্জাদী

...আমার দেশ যতই দেখি—আর ততই অবাক হই!
-মাহমুদুল হাসান মাছুম (অদ্য সকালে প্রয়াত)…ফেসবুকে সম্ভবত ১০ ঘন্টা আগে এটাই ছিল তার শেষ স্ট্যাটাস-
“আমার দেশ যতই দেখি—আর ততই অবাক হই!”গত সপ্তাহে আমি ক্ষুব্ধ হয়ে একটি কবিতায় লিখেছিলাম -‘দেশকে আমি খুব ভালোবেসেছিলেম’।সংক্ষুব্ধ তিনি মন্তব্য করেন।তার মানে কি এখন আপনি দেশকে ভালোবাসেন না।একই সঙ্গে তিনি আমাকে কবিতাটি সংশোধন করতে বলেন।আমি লজ্জিত হয়ে দ্রুত সংশোধন করি।দেশের ভালোবাসা নিয়ে তো আর কোনো বিতর্ক তোলা যায় না।
সেই তিনি মৃত্যুর কয়েক ঘন্টা আগে সেই অবাক বিস্ময়ে দেশটাকে ভালোবাসার কথাই বলে গেলেন।আমি যখন তাকে নিয়ে কাঁদছি তিনি স্পন্দনহীন হলেও আমাদের চেতনায় জাগ্রত।প্রকৃতিও আমার সঙ্গে কাঁদছে।আকাশে এতক্ষণ ঘোমটা টানা মেঘ ছিল।গুড় গুড় কড়মড় শব্দ হচ্ছে।কিন্তু আমার চোখে বৃষ্টি ঝরছে।প্রকৃতি সঙ্গে সঙ্গেই ঝম ঝামঝমা কান্না জুড়ে দিল।আকাশের এ কান্না নিশ্চয়ই মাছুম ভাইয়ের জন্য।বড়ো বেদনা নিয়ে আছি এখন।
একজন কবির মৃত্যু সংবাদ বুক পকেটে নিয়ে আমি কিভাবে ভালো থাকি?
আর মনে পড়ছে পাহাড় প্রকৃতিতে দাঁড়িয়ে থাকা নিজের একটি ছবির উপর লেখা তার শেষ বাণী –
“আমার দেশ যতই দেখি—আর ততই অবাক হই!”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD