শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

বাংলা কবিতার যত বাঁকবদল

বাংলা কবিতার যত বাঁকবদল
-হাসনাইন সাজ্জাদী
।।
বাংলা কবিতার অনেক রকম পর্যাবৃত্তি আছে।চর্যাপদ তো শুরুর কথা,মানে মাটির ঘরের ফাউন্ডেশন।কৃষ্ণকীর্তণ চারদেয়াল।মনষামঙ্গল তার ভীম।ছাদ হলো বৈষ্ণব সাহিত্য।
পুথিসাহিত্যকে ধরা হয় চুনকাল প্রলেপ বা প্লাস্টার। মাইকেল মধুসূদন দত্তের নবধারার সাহিত্যকে বলা হয় ঝাড়বাতি।বিহারি লাল ও রবীন্দ্রনাথের গীতিকবিতা হচ্ছে রঙের কাজ।নজরুলের বিপ্লবের বাণী হচ্ছে বহুতল ভবনের ভিত্তি।
ত্রিশের আধুনিকতাবাদী কবিতার প্রবর্তন হচ্ছে বহুতল ভবনের চার দেয়াল।ভারত বিভক্তি ও ভাষা আন্দোলনের কবিতা হচ্ছে বাংলা কবিতার ছাদ।তারপর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর শোকগাথা হচ্ছে বাংলা কবিতার প্লাস্টার।আর বিজ্ঞান কবিতা হচ্ছে বাংলা কবিতার ঝাড়বাতি।
মাইকেল থেকে হাসনাইন সাজ্জাদী।মাঝখানে আরো যত কারুকাজ,যত আন্দোলন।বাঁকবদল সব মিলিয়ে। বাংলা কবিতা সমৃদ্ধ হয়েছে দীর্ঘ সময় নিয়ে।বাংলা কবিতার দীর্ঘ ইতিহাস লেখা হলো এই প্রথম।লিখেছি আমি পয়ত্রিশ বছরের গবেষণার পর।নাম দিয়েছি “ঐতিহ্য পরম্পরায় বাংলা কবিতা”।
কবিতার লেখক,পাঠক এবং সমালোচকদের জন্য এ বই অবশ্য পাঠ্য।মিলিয়ে নিন আমার কথা…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD