শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

“কবিতায় রক্তাক্ত ফিলিস্তিন”সম্পাদনা করেছেন মুহাম্মদ মাসুম বিল্লাহ

“কবিতায় রক্তাক্ত ফিলিস্তিন”সম্পাদনা করেছেন মুহাম্মদ মাসুম বিল্লাহ

আজ কুরিয়ার যুগে হাতে পেলাম কবি ওসম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ সম্পাদিত কবিতা সংকলন “কবিতায় রক্তাক্ত ফিলিস্তিন”|
৫৯ জন কবির কবিতায় সমৃদ্ধা ৮০ পাতার এ গ্রন্থে কবিতার বাইরেও স্থান পেয়েছে সম্পাদকীয়,ফিলিস্তিনের ইতিহাস ও আরো ক’টি নিবন্ধ|গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ২০০টাকা|ভিন্নমাত্রা প্রকাশন গ্রন্থটির প্রকাশক|প্রচ্ছদ এঁকেছেন সালমান ফারদিন|
কবিতায় রক্তাক্ত ফিলিস্তিন উৎসর্গ করা হয়েছে সাহিত্য স্পন্দন সম্পাদক ড.হাসিনা ইসলাম সীমাকে|
গ্রন্থটির উল্লেখযোগ্য কবিরা হলেন- সর্বশ্রদ্ধেয় কবিবৃন্ধ আল মুজাহিদী,ইমরোজ সোহেল,এবিএম সোহেল রশিদ,কাজী ছাব্বির,ক্যামেলিয়া আহমেদ,সৈয়দ আজিজ,সৈয়দ রনো,হাসিনা ইসলাম সীমা,ফারুক নওয়াজ,বাদল মেহেদী,বীথি কবির,মিনা মাশরাফী,মুহাম্মদ মাসুম বিল্লাহ,রানা জামান,রেজাউদ্দিন স্টালিন,রেবা হাবিব,লুৎফুন নাহার রহমান,শামীম পারভেজ,শামীমা আক্তার,শারমীন সুলতানা রীনা,শাহনাজ পারভীন,শিউলি আখন্দ,শিলু জামান,সজিব খান,সঞ্চয় কবির,সরকার মাহবুব,সাজেদা পারভীন,সুমন ভৌমিক ও হাসনাইন সাজ্জাদী|
গ্রন্থটির বহুল প্রচার কামনা করি|

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD