শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

পলি মহল -মাসুদ পথিক

পলি মহল -মাসুদ পথিক

ক্ষয়ে ক্ষয়ে তুমি হয়েছো সুষম পলি
শস্যের অন্বেষণে জাগে বিলের ‘তলি
কেবল বীজ চুরি করেছে যারা
তোমার প্রেমে আত্মহারা, তারা।

সয়ে সয়ে, তথাপি হয়েছো লাশ
কবর-ই তোমার প্রভূত ইতিহাস
তবু, ক্ষয়ে ক্ষয়ে তুমি দেহ ভরা কাঁদা
জড়িয়ে ধরেছে কতো প্রেমিক, কাদা।

ভেতরে হয়েছে লীন কতো নির্ভীক চাষা
দেহ ছুঁয়ে ছুঁয়ে করপোরেট পেয়েছে ভাষা
তুমি শতরূপা, শস্য সুফলা, মূলত অর্গানিক
হারিয়েছে স’ পথ__কতো না হাইব্রিড নাবিক।

কতো কোলাহল, কতোনা যন্ত্র ও লাঙলের দেখা
যদিও পলি মহল__তুমি তোমার বয়স সমান একা
বয়ে বয়ে তুমি গিয়েছো মিশে ভবিষ্যত আর অতীতে
জড়িয়ে ধরতে হয়নি পুরুষের; তুমি গর্ভবতী আত্মরতি’তে।

পলি মহল | মাসুদ পথিক

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD