পদ্মিনীর জন্মদিন আজ ১২ জুন

রিপোর্টারের নাম / ৬৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
পদ্মিনীর জন্মদিন আজ ১২ জুন

পদ্মিনীর জন্মদিন আজ ১২ জুন

লিয়াকত হোসেন খোকন

হিন্দি, তামিল, তেলেগু ভাষায় নির্মিত ছবির নায়িকা ছিলেন পদ্মিনী।
১৯৫০ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত পদ্মিনী অত্যন্ত
জনপ্রিয় নায়িকা ছিলেন।
রাজ তিলক ছবিটি তাঁকে খ্যাতির তুঙ্গে পৌঁছে দিয়েছিল।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবি – কয়েদি, সিঙ্গাপুর, আশিক, জিস দেশ মে গঙ্গা বহতী হ্যায়।
পদ্মিনীর জন্ম কেরালা রাজ্যের
ত্রিবান্দরমপুরমে।
জন্ম তারিখ ঃ ১৯৩২ সালের ১২ ই জুন।

পদ্মিনী অভিনীত ছবির সংখ্যা আনুমানিক
২৫০ টির মতো।

পিতার নাম – থানগা পাপন।
মাতার নাম – সরেস্বতী।
স্বামীর নাম – রামচন্দ্র। ১৯৬১ সালে তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
বোনদের নাম – ললিতা, রাগিণী।
ভাইয়ের নাম – চন্দ্র কুমার।

পদ্মিনী অভিনীত উল্লেখযোগ্য হিন্দি ছবির মধ্যে কয়েকটি হলো ঃ
১৯৪৮ সালে – কল্পনা।
১৯৫২ সালে – মিঃ সম্পত।
১৯৫৭ সালে – কয়েদি। পরদেশী। পায়েল।
১৯৫৮ সালে – রাগিণী। অমর দ্বীপ। মুজরিম। রাজ তিলক। সিতামগড়।
১৯৫৯ সালে – অমর শহীদ।
১৯৬০ সালে – কল্পনা। আসি ফিরসে বাহার। সিঙ্গাপুর। বিন্দিয়া। জিস দেশ মে গঙ্গা বহতী হ্যায়।
১৯৬১ সালে – আপসারা।
১৯৬২ সালে – আশিক।
১৯৬৫ সালে – মহা ভারত। কাজল।
১৯৬৭ সালে – আফসানা। আউরাত।
১৯৬৯ সালে – মাধবী। চান্দা আউর বিজলী।
১৯৭০ সালে – মাস্তানা। আঁসু আউর মুশকান। মেরা নাম জোকার।
তেলেগু ভাষায় অভিনয় করেছিলেন – বিজয় গৌরী। কাঞ্চনা। ধরম দেবতা। লায়লা মজনু – ইত্যাদি।

তাঁর অভিনীত তামিল ভাষায় নির্মিত মনে রাখার মতো কয়েকটি ছবি হলো – লক্ষ্মী, দেবী শ্রী, সরস্বতী, রানী, রাজা ভক্তি, রাজারানী, কাবেরী, আনবু, পন্নি, পানম, আন্দামান কয়েদি, সিংগার – ইত্যাদি।

পদ্মিনীর মৃত্যু ২০০৬ সালের ২৪ শে সেপ্টেম্বর তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইতে।

নাচের জন্য তাঁর খ্যাতি আজও মানুষের মুখে মুখে রয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD