শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন

নারীর জন্য স্যালুট -হাসনাইন সাজ্জাদীর কবিতা

নারীর জন্য স্যালুট -হাসনাইন সাজ্জাদীর কবিতা

নারীর জন্য স্যালুট
-হাসনাইন সাজ্জাদী
।।
সকল অন্যায়ের মূলে এতকাল আমি পুরুষকে দায়ী করে করে একটি ভুলের মধ্যে ছিলাম
আসলে সবকিছুর মূলে মধ্যযুগীয় বর্বরতা আবার তাদেরই জন্মদাতা পুরুষ তবে।
আমি কতটুকুই আবার নির্ভুল এখন নিজেকে দাবি করতে পারি
আসলে সকল পুরুষের দায় এখন মামুনুল একা কাঁধে নিয়ে ফিরছে
বলতে পারছে না এ দায় আমার একার নয় এ দায় সকল কারখানা মালিকদের
যারা পুরুষ বানায়।
পুরুষ তৈরি হয় একটি বিশ্বাস থেকে যে বিশ্বাস তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে
আসলে সব ভুল নারীর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই জগতে
নারী জন্মদেয় মানুষ পুরুষতান্ত্রিক সমাজ তাদের বানায় পশু
খুন করে পুরুষ মানবতাকে আর চাপিয়ে দেয় তাদের সকল দায় নারীর উপর।
আসলে নারী তেতুল নয় আবার তেতুলগোলা খাওয়ায় না নারী
পুরুষ নারীকে বঞ্চিত করে অপদস্ত করে অপদেবতার নাম পুরুষ
নারীর জন্য খোলে দেয়া হোক সকল সম্মানের দ্বার যেন নারী
হতে পারে গ্রহের অপ্সরা থাকতে পারে নারী অধরা প্রকৃতি
তেতুল গুলে এবার খাওয়ানো হোক পুরুষদের যেনো তারা আর থাকে না অতি কামুক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD