শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

নতুন বছরে জীবনবৃত্তে – আলমগীর খোরশেদ

নতুন বছরে জীবনবৃত্তে – আলমগীর খোরশেদ

নতুন বছরে জীবনবৃত্তে

আলমগীর খোরশেদ

সময় এক বহতা নদী
মুহুর্তের সমষ্টি হয়ে গড়ে
কোয়ার্টজ ক্রিস্টালের কম্পনে
আধুনিক ঘড়ি,  সম য়ের একক,
চিরদিনের জন্য অস্ত যাওয়া ২০২২ সালের
শেষ সূর্যটা, গোধূলি আভার ভাষা, অভিব্যক্তি
মহাকালের আবর্তে বিলীন একটি বছর,
সকল যাতনা, দুঃখ, না পাওয়া, বুকের কবরে
হয়েছে দাফন, রক্ত সম্পর্কগুলোর ষড়যন্ত্র  হেনস্থা, অবমূল্যায়ন, খুন করেছে বিশ্বাস,
দাঁড় করিয়েছে  অধিকার হারানোর মিছিলে,
যতটুকু প্রাপ্তিতা তারচেয়ে বেশি গোলকধাঁধা
রক্তমানুষগুলো সযতনে তুলে দিয়েছে হাতে
” জীবন বিষ “, মারবেনা সহসায়, তিলে তিলে
চুষে খাবে, মন, হৃদয়, বিশ্বাসের রস,
তার চেয়ে সায়ানাইড, হেমলকই শ্রেয়
নীল থেকে নীলাতুর হোক শরীর একেবারে,
থার্টিফার্স্ট রাতে ফানুস উড়িয়ে ফেইসবুকে
আপলোড, নিজের সাথে আরেক ভণ্ডামি,
কে দিবে ফিরিয়ে
সেই মুহুর্ত, যা দেয় বাঁচার রসদ
এতো অভিনয় চারপাশে মুখোশে,
গোবেচারা মুখ থুবড়ে সয়েই যাবে
যাপিত সময়, কাল, জীবন বৃত্তে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD