মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

দায় একার নয়–হাসনাইন সাজ্জাদী

দায় একার নয়–হাসনাইন সাজ্জাদী

দায় একার নয়
-হাসনাইন সাজ্জাদী
।।
রাতের গাঢ় কালো রূপ খুলে বের করি জলছাপ
দিনের প্রখর রোদ ভেজে তুলে আনি পরমাণু সময়
জামার ভেতর খুলে পড়ে ঝুলে পড়া ঝুলবারান্দা দুঃখ
আমি কেবল দুঃখ কুড়িয়ে বেচা বিক্রয় করি
দুঃখের ব্যবসা বানিজ্য বাজারে এখন কাটতি সওদা।
পুরুষ গন্ধ নিরানন্দ নারী গন্ধ ঝটপট গরম বুট মুড়ি
পৃথিবীর সময় এখন ঘাটতি বাজেটের মতই শর্টকাট
গার্লফ্রেন্ড’র হাসি কান্নায় এখন কি আর যায় আসে কিন্ত মানুষের হাটবাজার এখন দুষ্টদের পান্থশালা
পান্থপথ পেরিয়ে সামনে নাকবরাবর এরামের ঘ্রাণ।
ব্লগে প্রকাশের জন্য এখন চলছে ভদ্র মানুষের মুখষের হাড়গোড়
শোরগোল করে যাব কী যারা টিকেট হাতে দাঁড়িয়েছে
তাদের জন্য খুলে দেয়া হোক শিয়ালদহ স্টেশন
আমরা যাতে হাটতে পরি ফুটপাত দিয়ে সে ব্যবস্থাকে
ফাইলবন্ধি মানুষেরা এখন নিজেই হাওড়া ব্রিজের চারপা।
আমি চারপাশ হয়েছি সেই কবে!
যখন আমরা এনেছিলাম ভোর
সেই আমরা এখন প্রতিদিন চোর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD