শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

ত্রিপুরা বিলোনীয়ার কবি চন্দন পাল মহাশয়

ত্রিপুরা বিলোনীয়ার কবি চন্দন পাল মহাশয়

ত্রিপুরা বিলোনীয়ার কবি চন্দন পাল দাদার সান্নিধ্যে
-হাসনাইন সাজ্জাদী
।।
কবি চন্দন পাল দাদা।দক্ষিণ ত্রিপুরার বিলোনীয়ার কবি।আমরা কালিনগর মোটর স্ট্যান্ডে হোটেল পার্কে দুপুরের খাবার গ্রহণ করি। বিলোনীয়া বাজারের এক প্রান্তে হোটেল পার্ক এণ্ড রেস্টুরেন্ট এবং আরেক প্রান্তে দাদার দোকান।টাইলস ফিটিংস প্রভৃতি তার দোকানে বিক্রয় হয়।
খাবারের পরপরই বিল্লাল ভাই খবর দিলেন কবি চন্দন পাল দাদার দোকানতো কাছেই।মন ও মস্তিষ্ক এক সঙ্গে যেনো লাফ দিয়ে উঠলো।
আমাদের এ ভ্রমণতো কবি ও গবেষকদের খুঁজে বের করা।তারপর তথ্য উপাত্ত নিয়ে অনুসন্ধান।কবি পাওয়া মানে বাড়তি ভালোবাসা।
ভালোবাসাই পেলাম।খাবার পরবর্তী দই এবং বই।উপহার পেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বাংলাদেশের ফেনীর পাশ ঘেঁষে চলে গেলাম সাব্রুম।কবি চন্দন পাল দাদার বইপত্র নিয়ে আরো পরে কথা হবে…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD