বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

হাসনাইন সাজ্জাদী’র কবিতা

হাসনাইন সাজ্জাদী’র কবিতা

জ্বলছে ফিলিস্তিন

জ্বলছে ফিলিস্তিন
হাসনাইন সাজ্জাদী
।।
স্থলপথ আকাশপথ সবপথেই জ্বলে উঠছে অত্যাচারের ফসফরাস
রক্তাক্ত আজ একটি জনপদ
ধ্বংসের দ্বারপ্রান্তে আজ একটি জাতি
হায় ফিলিস্তিন!
মানবতা ধুকছে ইতিহাস পুনরাবৃত্ত
অনুযোগের জায়গায় বসে নেই বিচারক
শিশুটি বড়ো হয়ে জানছে তাকেও মরতে হবে একদিন
জায়েনবাদী ইসরায়েল তাক করে রেখেছে তার দিকে
কামান মর্টার আর বিমান হবেই বোমা বর্ষণে উড্ডীন।
শিশুকন্যা জানে তাকে বড়ো হয়ে খরচ যোগাতে
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে হবে দিকবিদিকশুন্য হয়ে
তার অর্জন দিয়ে চলবে স্বাধীনতা যুদ্ধ
তাকেও হতে হবে মুক্তিযুদ্ধে বিলিন
আর তাদের পুত্রসন্তান হয়ে ওঠে বীর, বদন মলিন।
ইয়াসির আরাফাত থেকে হামাস
রক্ত থেকে রক্তের পাহাড়ে চড়া
প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে দেয়া ইনতিফাদা
মুক্তির মিছিল দীর্ঘ হওয়া মানে
লাশের পর লাশ আরো লাশের কফিন।

 
 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD