শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

ছয় বছর পূর্বের কবিতা -গোলাম কবির

ছয় বছর পূর্বের কবিতা -গোলাম কবির

৬ বছর পূর্বের কবিতা।
লন্ডন থেকে জার্মানির ফ্রাংকফুর্টে গিয়েছিলাম একটি সাংস্কৃতিক সম্মেলনে। উদীচীর সভাপতি গোলাম মোস্তফা, উপদেষ্ঠা সাংবাদিক লেখক ইসহাক কাজল, শ্রদ্ধেয় লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীসহ আমরা কয়েকজন ছিলাম সেই সম্মেলনে নিমন্ত্রিত।

দুর্ভাগ্য যে ইতোমধ্যে আমরা দূরারোগ্য ক্যানসার ব্যাধিতে হারিয়েছি প্রিয় কাজল ভাইকে! আজ ফেইসবুক স্মরণ করিয়ে দিলো তাঁকে। সেই সময় একদিন ফ্রাংকফুর্ট শহরে হাঁটতে বেরিয়েছিলাম আমি এবং ইসহাক কাজল।

ফ্রাংকফুর্ট শহর ভেদ করে বয়ে চলে শান্ত নদী রাইন। আমরা কয়েকটি স্থানে ঘুরেছিলাম সেদিন। তার মধ্যে রাইন নদীর উপরে নির্মিত একটি সেতুতে ঘোরাফেরা ছিলো উল্লেখযোগ্য। লন্ডনে ফিরে এসে পরে এক সময় লিখেছিলাম “ঘুরে এলাম ফ্রাংকফুর্ট”। নারী-পুরুষ এই ব্রিজে এসে তাদের ভালোবাসা অটুট থাকার কামনায় এই সেতুর রেলিং-এ তালা ঝুলিয়ে সেই তালার চাবি ছুঁড়ে ফেলে দেন নদীগর্ভে! তাদের বিশ্বাস স্বর্গে গিয়ে ঐ চাবি দিয়েই তারা সেই তালা খুলবে! এই সংস্কারটি কেবল জার্মানেই নয় আছে আরো বহু ইউরোপীয় দেশে। সেদিন আমি দেখেছি লন্ডন অলিম্পিক পার্কের একটি ব্রিজে একটি তালা! হয়তো শুরু হলো!

সেই ফ্রাংকফুর্ট ব্রিজটি আমাদের দু’জনকেই দিয়েছিলো প্রচুর আনন্দ। সেই ব্রিজ নিয়ে পরে লন্ডনে আমি এই কবিতাটি লিখেছিলাম তখন।

আরেকটা চমৎকার নান্দনিক স্থানে গিয়েছিলাম ইসহক কাজল এবং আমি। সেটি ছিলো শহর থেকে বেশ খানিক দূরে। রোডেসহাম! সেটাও একেবারেই রাইন নদী তীর ঘেঁসে অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। সেই স্মৃতি নিয়ে লিখেছিলাম কবিতা “রাইন তীরে রোডেসহাম”!
———————–

।। ফ্রাংকফুর্ট সেতুতে প্রেমের তালা ।।

  • গোলাম কবির

নদী তার বক্ষে ধরে ইতিহাস পাললিক
বয়ে চলে স্রোত বেয়ে রাইন ফ্রাংকফুর্ট শহরে
স্রোতের পানিতে যায় নি:শব্দ কান্না যতো
হিটলার মুসলিনীর উত্তপ্ত নি:শ্বাস ,বারুদের বুদ্বুদ
নির্যাতিতা রমনীর রক্তস্নাত আন্ত:বাস
জয়পরাজয় মাখা স্মৃতিতে সৈনিক
লৌহসেতুতে খোঁজে বিস্মৃতির পলায়নি সুখ!
রাইন নদীর লৌহসেতুটা এখন নদী গর্ভে
যতোনা খোঁজে পাললিক রক্তস্নাত বিয়োগের ভেজা স্পর্শ
ততোধিক বোঝে সে এখন উষ্ণ প্রেম ভালোবাসা মানবিক!
তার সমস্ত শরীর আচ্ছাদিত মানবপ্রেমের অসংখ বন্ধনে—
ফ্রাংকফুর্ট এর মধ্য শহরে রাইন নদীর বুকে
ভালোবাসার স্বাক্ষরে প্রতিদিন স্বাক্ষরিত হয়
শান্তিপ্রিয় কপোতকপতির প্রেমের বন্ধন শক্ত তালায়!
লাল নীল সবুজ সোনালী গোলাপি বেগুনী—
তালা আর তালায় বিশ্বাস জুড়ে দেয়া প্রেম
বড়োই আশ্বাস দেয় জার্মান তরূণ তরুণীকে
রাইন নদীর উপরে সেতু ভালোবাসার তালায় ফাঁসে
নীচে তার স্রোতে শুধু কালের দু:খ ভাসে!

লন্ডন ১৭ সেপ্টেম্বর ২০১৪

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD