শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

গ্রহের ছড়া।।মাসুম হাবিব

গ্রহের ছড়া।।মাসুম হাবিব

গ্রহের ছড়া

গ্রহের ছড়া

মাসুম হাবিব

মহাশূন্যের পথ পেরিয়ে
সূর্য পাঠায় তাপ
সূর্য ছাড়া প্রাণ বাঁচে না
জীবন নিরুত্তাপ।
এই পৃথিবীর জমজ ভায়া
শুক্র গ্রহ নাম
সুয্যিমামার কাছের গ্রহ
বুধ মানে ছিমছাম।
বরফ-ধুলোর আংটি পরে
যাচ্ছে শনি কই?
ইউরেনাসের আলসেমিতে
চারদিকে হৈ চৈ।
বলতে পারো কোন গ্রহটা
তারার মতো জ্বলে?
ছোট্ট খুকি দেয় জানিয়ে
জানিতো মঙ্গলে।
ঐ যে দূরে অন্ধকারে
প্লুটোর বসবাস
সূর্যের চারপাশে ঘোরে
হাজার হাজার মাস।
আজকে না হয় যাও হারিয়ে
নেপচুনের ঐ নীলে
সকল গ্রহ খুঁজতে থাকো
বন্ধুরা তাই মিলে।
গ্রহের রাজা বৃহস্পতি
সবার চেয়ে বড়
গ্রহের খবর জানতে হলে
এই ছড়াটি পড়ো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD