শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

গুরু থেকে পাওয়া।। হাসনাইন সাজ্জাদী

গুরু থেকে পাওয়া।। হাসনাইন সাজ্জাদী

গুরু থেকে পাওয়া

গুরু থেকে পাওয়া

কবি নির্মলেন্দু গুণদাকে কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদির স্যার প্রচন্ড ভালবাসতেন।ডাকতেন গুণটি বলে।স্যার বলতেন কবিতো এমনই হবে।যেমনটা আমার বন্ধু গুণটি।চলনে বলনেও কবিতার মত সাদাসিদে হবে।মহৎ হবে।গুণটি তার সঞ্চয় দিয়ে স্কুল করছে।পাঠাগার করছে।এমন আরেকটা কবি দেখাওতো।
স্যারের স্মরণ সভায় তারই প্রতিধ্বনি খুঁজে পেয়েছিলাম গুণদার বক্তব্যে।
তিনি তাঁর ছাত্রজীবনের সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের জীবনে পুস্তক কপি করে রোজগারের ক্ষেত্রে সাযযাদ কাদির স্যারের সহযোগিতার কথা অকপটে বলে গেলেন।গুণদার মহানূভবতার কথা কেন স্যার বলতেন আমি তখন পরিস্কার বুঝতে পারলাম।স্যার বলতেন গুণটি জীবনে মাত্র তিনজনকে তিনটি কবিতা উৎসর্গ করেছে।তার মধ্যে আমাকে একটি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD