রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

কোমল নেকাবে – শিল্পী মাহমুদা

কোমল নেকাবে – শিল্পী মাহমুদা

কোমল নেকাবে - শিল্পী মাহমুদা

কবিতা – কোমল নেকাবে।

শব্দচাষি_শিল্পী  মাহমুদা।

আদ্যোপান্ত জোড়া বিপুল বিস্তীর্ণ সবুজ ঘাসের ক্ষেত ,
মাথার উপর সৌম্য ধ্যান মগ্ন আকাশ –
দিগ চক্রবালিকায় দোদুল্যমান পূর্ণ কোমল নেকাবে
ঢাকা যেন সে সৌন্দর্যের আবহ ধরে রাখতে ,
সৌরশিখাকে দিগন্তের আবডালে লুকিয়ে রেখেছে ।
সবুজ দূর্বা ঘাসের ফাঁকে ফাঁকে
বেগুনি ফুলের ছোট ছোট গুল্ম ,
ঘাসের সাথে কিছু সবুজলতা
আষ্টেপিষ্ঠে জড়ানো ।
বেগুনি ফুলের পাপড়িরা একজন আরেকজনের
সামনে গোল হয়ে বসেছে ।
সম্মোহিত করার ইচ্ছা নিয়ে আকাশ আমাকে
হালকা নীল আবহে আচ্ছন্ন করে দিলো ,
কুসুম হলুদ রং হৃদয়কে প্রস্ফুটিত করে
উজ্জ্বল লাল উষ্ণ অভ্যর্থনা জানায় ।
আর তখনই মনে হয়
ক্ষণ বদলের সাথে সাথে নিজের বদলে যাওয়া ।
আমি
চোখ বুঝে – বাতাসের ঘ্রাণ নেবার চেস্টা করি
মনে হয়
জীবন সুন্দর, এই চলার নামই জীবন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD