মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

কবিতা এখনো তবে বিদ্রোহের ঝড় তোলে

কবিতা এখনো তবে বিদ্রোহের ঝড় তোলে

কবিতা এখনো তবে
বিদ্রোহের ঝড় তোলে
হাসনাইন সাজ্জাদী
।।
কবিতা মানুষের অধিকার চিন্তা বাদ দিয়ে
হয়ে উঠেছিলো ক্ষমতার দালাল
তাই বিজ্ঞানমনস্কতার দ্বারা কল্যাণমুখিতায়
কবিতাকে করা হচ্ছিলো কবিতাবিজ্ঞান
এমন সময় কারো কারো ভাবনায় এলো
অশ্রাব্য অশ্লীল শব্দের দ্বারা প্রতিবাদ না করলে
কোনো কিছুই আজ আর ফল দিবে না

এসব কারণে জেনেশুনে কবি রোদ্দুর রায়
শুরু করলেন অশ্লীল আর অশ্রাব্য শব্দের দ্বারা
তার প্রতিবাদ
তিনি আরো জানেন সুন্দর শব্দগুলো আজ
প্রতিবাদ তৈরি করতে জানে না
অত্যাচারীরা খড়গ হাতে পকেটে ভরে নেয়
শ্লীল শ্রাব্য অক্ষরের অলঙ্কারগুলো

লুট করে তারা মানুষের অধিকারের মত
শিল্পের সর্বোত্তম অলঙ্কার
এটা কে না জানে?
বদ মানুষেরা আজ
দখলে নিয়েছে শিল্পের সুন্দরতম জমি
সুন্দর যেকোনো কিছুই আজ
তাদের দখলে

কবিতা,নাটক,চলচ্চিত্র ও চিত্রশিল্পের
মূর্ত বিমূর্ত সবকিছুই
আজ লুট হয়ে গেছে তস্কর আর বদ মানুষের হাতে
কবিতা তাই আজ আর প্রতিবাদ তৈরি করতে
পারে না জেনে নিয়েই
শ্রাব্য ও শিল্পোন্নত শব্দগুলো বাদ দিয়ে
বাড়া নিয়ে তাড়া দিয়েছিলেন কবি রোদ্দুর রায়
তাই জেলখানা হয়েছে তার ঠিকানা

আফগান কবি ,মায়ানমারের কবি ও উইঘুর কবির
নিহত হবার পর এখন
আক্রান্ত পশ্চিম বাংলার কবি রোদ্দুর রায়
তিনি এখন টিএমসির জেলখানায় বন্দী
তার অশ্লীল আর অশ্রাব্য শব্দগুলো বাদ দিলে
বক্তব্যের প্রতিটি কথাই সঠিক

কয়েকজন কবি মাত্র বলতে পেরেছে
অন্যায়ের বিরুদ্ধে
তাই তারা দালাল নয়
মানুষের কবি
তাদের হাতেই আবার কবিতা বিদ্রোহের ঝড়
তুলতে পেরেছে
কবিতা বেঁচে থাকবে এসব বাড়াদের হাতেই
যারা ক্ষমতাকে তোয়াক্কা করে না
তুড়ি মারে…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD