শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

কথাশ্রুতির রবীন্দ্র নজরুল স্মরণে -সৈয়দ হাসমত জালাল

‘কথাশ্রুতি’র রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান।

গত ৩০ মে ২০২৩ সন্ধেয় হিন্দুস্তান পার্কের ‘ক্যাফে আড্ডাঘর’-এ উপস্থিত ছিলাম ‘কথাশ্রুতি’র ‘অঞ্জলি লহ মোর’ শীর্ষক অনুষ্ঠানে।
সুদীপ্তা সেনগুপ্ত চৌধুরী ও তার সহযোগী সদস্যদের উদ্যোগে এই সুন্দর আয়োজন।

অতিথি হিসেবে আরও ছিলেন সঙ্গীতশিল্পী কৃষ্ণা ঘোষ (মিঠু) ও সোমা কাজী, কল্যাণী কাজীর পুত্রবধূ।

সাম্প্রতিক সময়ে রবীন্দ্রনাথ ও নজরুলের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বললাম কিছু কথা। সোমা কাজী বললেন নজরুল ও তাঁর পরিবার নিয়ে। কৃষ্ণা ঘোষ শোনালেন রবীন্দ্রনাথের গান।

‘কথাশ্রুতি’র সদস্যরা অনেকেই গাইলেন ও আবৃত্তি করলেন।
দেবাশিস চৌধুরী একজন ফোটোগ্রাফার। তাঁর তোলা খুব সুন্দর তিনটি ফোটোগ্রাফ তিনি উপহার দিলেন আমাদের তিনজনকে।

খুব আন্তরিক, ঘরোয়া এই অনুষ্ঠানটির জন্যে ‘কথাশ্রুতি’র সদস্যদের অসংখ্য সাধুবাদ রইল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD