শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

আমার দেখা আমার লেখা -ডা.জাফরুল্লাহ’র মৃত্যুতে প্রতিক্রিয়া

আমার দেখা আমার লেখা -ডা.জাফরুল্লাহ’র মৃত্যুতে প্রতিক্রিয়া

আমার দেখা আমার লেখা।।১
-হাসনাইন সাজ্জাদী
@ ডা.জাফরুল্লাহ’র মৃত্যুতে প্রতিক্রিয়া

আমার দেখা আমাকে অপরাধী করে।আর আমি দেখে দেখে যা লিখে ফেলি সে লেখাও আমার দেখার মতো আমাকে অপরাধী করে থাকে।কখনো আবার কোনো কোনো লেখা সে অপরাধের মাত্রাকে বাড়িয়েও দেয়।
আমি তাই যত দেখি তত লেখি না।যত লেখি তার অপরাধ আমি বইতে পারি না।
আমি দেখি জ্ঞানীদের মূর্খতা,বোড়ো মানুষদের দৈন্যতা তাদের স্বার্থের জন্য স্খলন এবং মৃত্যু পরবর্তী জনপ্রিয়তা।
স্বাধীনতারচেতনা,ভাষা আন্দোলন ,মুক্তিযুদ্ধ,দেশপ্রেম,বঙ্গবন্ধু এবং জাতীয় বিকাশের সঙ্গে একসময় যারা যুক্ত ছিলেন তাদের কেউ কেউ পরবর্তী সময়ে এসবের কোনো না কোনো অংঙ্গের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন এবং ক্ষতিও করেছেন।কারো কারো যুক্তি ছিল এবং কেউ ছিলেন যুক্তিবিহীন।এসব বিতর্কিত এবং দেশের স্বার্থের সঙ্গে আপোষকামী ও আত্মঘাতীদের মধ্যে রয়েছেন মাওলানা ভাসাণী,জেনারেল ওসমানী,খোন্দকার মুশতাক,শাহ মোয়াজ্জেম হোসেন, মওদুদ আহমেদ, আহমদ ছফা,ড.কামাল হোসেন,ডা.জাফরুল্লাহ,ড.ইউনুছ,ফরহাদ মজহার প্রমুখ।অপরাধ ভেদে সভাই এক নয়। তাদের মধ্যে রয়েছে ভিন্নতা।
তবে এক জায়গায় তারা এক এবং সেটা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ ও পরিবার পরিজনের সঙ্গে বিশ্বাসঘাতক্তা।
তাদের সবারই খোড়া যুক্তি ছিল এবং আছে।ভাসানী বলবেন ‘মজিবর নাই।দেশতো আছে।তাই আমি মুশতাকের পাশে গিয়ে দাঁড়িয়েছি।’
ওসমানী বলতেন আমি সেনাবাহিনীতে চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে জিয়াকে সহযোগিতা করেছি।
মুশতাক বলবে ‘আমিতো বাই বর্ন বিশ্বাসঘাতক’।মোয়াজ্জেম মওদুদরা বলবে ‘আমরা স্বার্থান্ধ ছিলাম’।ডা.জাফরুল্লাহ বলবে ‘আমি কী করবো!খালেদা আমাকে পাশে বসিয়েছে ‘।ড.কামাল বলবে ‘আমি যথাযথ সম্মান পাইনি’।
আহমদ ছফা বলবে ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অর্জন ছিনতাই করেছে।আমি জনগণের জন্য লেখি’।ড. ইউনুছ বলবে ‘আমিতো চিরকালের বেজন্মা সুদখোর মহাজন।সাম্রাজ্যবাদী পঁচাগলা মানুষ’।
ফরহাদ মজহার বলবে ‘আমিতো জামায়াতে ইসলামি’।
এভাবে প্রত্যেকেরই যুক্তি আছে!খোড়া যুক্তি দিয়ে ওরা পার পাইতে চাইলেও জাতির বিবেকের কাছে ওরা অপরাধী।তবে অনেকেই জনপ্রিয়।তাদের অনুসারী আছে।জন্মমৃত্যু দিনে তাদের জনপ্রিয়তা লক্ষ্য করা যায়।
তাদের সকলের অপরাধ দেখে দেখে আমি নিজেও আজ বড়ো অপরাধী।এগুলো লিখে লিখে সে অপরাধের মাত্রাই আমি বাড়িয়ে চলি।

ডা.জাফরুল্লাহ’র মৃত্যুতে শোক জানাই।

এলিফ্যান্ট রোড,ঢাকা
তাঃ ১২/০৪/২০২৩

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD