বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

আগরতলায় স্মৃতিস্তম্ভ বিলোপ করায় ২০ নাগরিকের বিবৃতি

আগরতলায় স্মৃতিস্তম্ভ বিলোপ করায় ২০ নাগরিকের বিবৃতি

আগরতলায় মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বিলোপ করায়

২০ জন নাগরিকের যৌথ বিবৃতি

একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত তথা ত্রিপুরার মানুষের বিশাল সমর্থন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ত্রিপুরার রাজধানী আগরতলার কেন্দ্রস্থল পোষ্ট অফিস চৌমোহনির ৪০ ফুট উঁচু শহীদ স্মৃতিস্তম্ভটি ভারত ও বাংলাদেশের গণমানুষের অভিন্ন মুক্তির আকাক্সক্ষা ও সৌহার্দ্যরে অন্যতম প্রধান স্মৃতিচিহ্ন, যা দুই দেশের বীর শহীদদের সম্মিলিত রাখিবন্ধনের সাক্ষী। আগরতলার এই স্মৃতি-বিজড়িত স্থানটি ঘিরেই ত্রিপুরা রাজ্যের মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধরত গণমানুষকে ঐতিহাসিক ঋণবন্ধনে আবদ্ধ করেছিল। এই স্মৃতিস্তম্ভটি সম্প্রতি বিলোপ করা হয়েছে বলে আমরা গণমাধ্যমের খবরে জানতে পেরেছি।

দুই দেশের রক্তরঞ্জিত সম্পর্কের ইতিহাস-জড়িত স্মৃতিস্তম্ভটি সরিয়ে ফেলায় আমরা ব্যথিত বোধ করছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছে স্মৃতিস্তম্ভটি যথাস্থানে স্বমহিমায় পুনঃস্থাপনের অনুরোধ জানাই এবং দুই দেশের মানুষের সম্পর্কের প্রতীকী স্মৃতিস্মারক সমূহ যথাযথ সংরক্ষণের প্রয়োজন বোধ করি।

স্বাক্ষরদাতা-

১)আব্দুল গাফফার চৌধুরী, লেখক ও ভাষা-সংগ্রামী
২)হাসান আজিজুল হক, কথাসাহিত্যিক
৩)অনুপম সেন, অধ্যাপক ও প্রাবন্ধিক
৪)রামেন্দু মজুমদার, নাট্য-ব্যক্তিত্ব
৫)ডা. সারওয়ার আলী, মুক্তিযোদ্ধা, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর
৬)সৈয়দ হাসান ইমাম, মুক্তিযোদ্ধা ও অভিনেতা
৭) আবেদ খান, সাংবাদিক
৮)লায়লা হাসান, মুক্তিযোদ্ধা ও অভিনেত্রী
৯)সেলিনা হোসেন, কথাসাহিত্যিক
১০) আবদুস সেলিম,অধ্যাপক
১১) শহীদুল্লাহ খান বাদল,মুক্তিযোদ্ধা
১২) হাবীবুল আলম,বীরপ্রতীক
১৩)শাহরিয়ার কবির, লেখক, সাংবাদিক, সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি
১৪)মোহাম্মদ নুরুল আলম, মুক্তিযোদ্ধা, কার্যনির্বাহী সভাপতি, সেক্টর কমান্ডারস্ ফোরাম’৭১
১৫)নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা,নাটক ও চলচ্চিত্র নির্মাতা
১৬)হারুন হাবীব, মুক্তিযোদ্ধা, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক
১৭)অধ্যাপক মুনতাসীর মামুন, ইতিহাসবিদ, বঙ্গবন্ধু চেয়ার, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
১৮)মফিদুল হক, প্রাবন্ধিক ও ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর
১৯)অধ্যাপক মেসবাহ কামাল, ইতিহাসবিদ, উপাচার্য, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়
এবং
২০) আসাদুজ্জাম নূর, সংসদ সদস্য ও নাট্যব্যক্তিত্ব

বিবৃতি প্রেরক-
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা। নাটক ও চলচ্চিত্র পরিচালক।
ঢাকা, জুলাই ৬, ২০২১

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD