শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

হাসনাইন সাজ্জাদী’র কবিতা

হাসনাইন সাজ্জাদী’র কবিতা

অনভিপ্রেত

অনভিপ্রেত
হাসনাইন সাজ্জাদী
।।
আমাদের গাঁয়ের পথ সোজা ছিল
আমরা হাঁটতে পারতাম অনায়াসে
একদিন আমাদের পায়েরা চলে যেতো দূর গাঁয়ে
গ্রামের পর গ্রাম ঘুরে আসা আমাদের পাগুলো
সোজাসাপটা আলপথের বরাবর ফিরে আসতো
ঠিকই আমরা চিনতাম আমাদের গ্রামগুলো
সহজ সরলতম সে দিনগুলো এখন অতীত।
আমাদের নগরটা এখন খুব কাছেই
গাড়িতে চেপে আমরা অনেক দূর যেতে পারি
খুব সহজে স্বল্প সময়ে
নগরটাকে আমরা তবু চিনি না এতটা ভালো করে
আমাদের নগর এখন ইট পাথরের স্তুপ হয়ে
পড়ে আছে
জঞ্জাল হয়ে উড়ছে সেখানে কার্বন।
আমাদের গ্রামগুলোতে এখন বৈদেশিক মুদ্রার ছড়াছড়ি
প্রবাসী যুবকদের পিতাদের ছড়াছড়ি আমাদের পথে প্রান্তরে
তারা তাদের সন্তানদের রক্ত বেঁচা টাকার ওপর ঘুমায়
আর অন্যদের টাকার পাহাড়ের উচ্চতা মাপে।
শৈশব স্মৃতির খোঁজে খালি গাঁয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি কিংবা পুকুর পাড়ে বসে থেকে সময়ের পরিমাপ করি জীবনের আগাম সায়াহ্ন খুঁজি
দেখা হয়ে যায় যার তার সঙ্গে কুশল জেনে নেয় তারা
কেউ কেউ শহরে ব্যবসা-বানিজ্যখাতের খবর নেয়
টাকাপয়সার স্তুপ পরিমাপ করে হতাশ বদনে
মলিন মুখ হয়,আস্তে করে বলেও বসে
তোমার আসলে বিদেশেই চলে যাওয়া ভাল ছিল
যেনো আমি তাদের বলেছি আমার অসহায়ত্ব চলছে।
সভ্যতায় টাকা আর টাকায় জীবন
গ্রামের জীবনও এখন এমন…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD